শিয়ালদা, 15 ডিসেম্বর:ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল যুগলের (2 Died Hit by Train Near Nangi Station) ৷ বৃহস্পতিবার বেলা 11টা 45 নাগাদ শিয়ালদা-বজবজ শাখার 13 নম্বর রেলগেটের 31 নম্বর রেলব্রিজের কাছে আপ বজবজ-শিয়ালদা লাইনে এই ঘটনা ঘটে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জিআরপির আধিকারিকরা ।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা-বজবজ শাখায় নুঙ্গি স্টেশনের কাছে এই যুগল ট্রেনে কাটা পড়ে । মৃত ব্যক্তির পকেট থেকে একটি রেশন কার্ড পাওয়া গিয়েছে । সেখান থেকে ব্যক্তির নাম সাদ্দাম মল্লিক বলে জানা গিয়েছে । তাঁর আনুমানিক বয়স 24 বা 25 ৷ তবে শাঁখা পলা পরিহিতা মহিলার পরিচয় জানা যায়নি ৷