পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal drugs and and weapons : ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2 - 2 arrests with illegal drugs and weapons

ডায়মন্ড হারবার শহরের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ । সেখান থেকে এক মহিলাকে গ্রেফতার করা হয় । উদ্ধার করা হয় গাঁজা সহ প্রচুর মাদক । তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে ।

ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2
ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2

By

Published : Aug 12, 2021, 10:17 AM IST

ডায়মন্ড হারবার, 12 অগস্ট : ডায়মন্ড হারবারে দিনের পর দিন বেড়েই চলেছে বেআইনি মাদক কারবার। এর ফলে শহরবাসী একাধিকবার অভিযোগও করেছে ডায়মন্ডহারবার থানাতে । এবার বেআইনি মাদক কারবারীদের ধরতে তৎপর হল ডায়মন্ড হারবার মহকুমা পুলিশ প্রশাসন । পুলিশ অভিযান চালিয়ে প্রচুর মাদক দ্রব্য সহ দুজনকে গ্রেফতার করেছে ।

ধৃতের নাম বেলা ঘোষ ও হাসমত আলি সেখ । বেলা ঘোষ ডায়মন্ড হারবারের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকার বাসিন্দা । হাসমত আলি মগরাহাটের মাহিতলার বাসিন্দা । ধৃতদের কাছ থেকে প্রচুর মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ । ডায়মন্ড হারবার শহরের 16 নম্বর ওয়ার্ডের নাইয়াপাড়া এলাকায় অভিযান চালায় এসডিপিও মিঠুন দে ও আইসি গৌতম মিত্র। উদ্ধার হয় গাঁজা-সহ প্রচুর মাদক। সেখান থেকেই গ্রেফতার করা হয় বেলা ঘোষকে

মাদক দ্রব্য পাচার চক্রের মূল মাথা এক মহিলা সহ তার সঙ্গীকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ

আরও পড়ুন : Sonarpur Robbery : আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর ডাকাতির ঘটনায় গ্রেফতার 6 দুষ্কৃতী

বেলাকে জিজ্ঞাসাবাদ করে রাতেই গ্রেফতার করা হয় হাসমত আলি সেখকে। তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের এদিন বৃহস্পতিবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হবে।

ABOUT THE AUTHOR

...view details