কাশীপুর, 24মে : গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ে প্রচুর তাজা কার্তুজ উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ ৷ পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, রঘুনাথপুর গ্রামের বাসিন্দা মিলন মণ্ডলের কাছে প্রচুর তাজা কার্তুজ আছে । খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মিলনের বাড়িতে তল্লাশি চালিয়ে 34টি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ ।
এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই গ্রামের বাসিন্দা শঙ্কর ঘোষাল এই কার্তুজগুলি রাখতে দিয়েছিল মিলনের কাছে । দু'জনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে ।