মন্দিরবাজার, 12 মে : নিম্নচাপ অশনির জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে চলছে বজ্রপাত। আর এই বজ্রপাতের জেরে ঘটল বিপত্তি। বজ্রপাতের বিকট আওয়াজে অসুস্থ হয়ে পড়ল 16 জন ছাত্র-ছাত্রী ও 2 জন শিক্ষিকা (16 students and 2 teacher injured on Lighting in Mandirbazar school) । এহেন ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার বংশীধরপুর আইসিডিএস স্কুলের।
বৃহস্পতিবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ সামান্য বৃষ্টি আর মেঘের গর্জন-সহ বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ একটি বিকট আওয়াজে চিৎকার করে ওঠে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষিকারা। স্কুলে ছাদে বাজ পড়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং ভেঙে যায় ৷
মুহূর্তের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় ৷ স্কুলে তখন প্রায় বছর পাঁচ-ছয়ের 45 জন ছাত্র-ছাত্রী ছিল ৷ অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে 16 জন ছাত্র-ছাত্রী ও 2 জন শিক্ষিকা। বাকিরা আতঙ্কে কান্না শুরু করে দেয় ৷ কিছু দূরে ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকারা। কান্নার আওয়াজ শুনতে পেয়ে তড়িঘড়ি তাঁরা আসেন ঘটনাস্থলে ৷
স্কুলে বজ্রপাতের কারণে 16 জন ছাত্র-ছাত্রী-সহ 2 জন শিক্ষিকা আহত আরও পড়ুন :বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘদিন বন্ধ সিমপার্ক মল, পৌরনিগমের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা; অভিযোগ ব্যবসায়ীদের
স্থানীয় মানুষদের সহযোগিতায় ওই ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে যাওয়া হয় মন্দিরবাজার নাইয়ারাট গ্রামীণ হাসপাতাল। চিকিৎসক, দেবব্রত মণ্ডলের প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সুস্থ হয়ে ওঠেন ৷ পরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক জয়দেব হালদার। তিনি জানিয়েছেন, বিষয়টি দুর্ভাগ্যজনক প্রাকৃতিক বিপর্যয় কারোর হাতে নেই। উল্লেখ্য, এই অঝোরে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে লাগাম দিয়েছে ৷