জয়নগর, 22 ডিসেম্বর: 2011 সালের পর থেকে রাজ্যের বিভিন্ন পৌরসভা ও প্রশাসনিক দফতরগুলিতে নীল সাদা রং করা হয় ৷ রাজ্যের একাধিক পৌরসভা নীল সাদায় রঙিন হলেও দক্ষিণ 24 পরগনার জয়নগর-মজিলপুর পৌরসভা এখনও 153 বছর ধরে ব্রিটিশদের করা রংই ধরে রাখা হয়েছে (153 Years of Traditional British Colors are Maintained by Jaynagar Majilpur Municipality)৷
প্রাচীন এই ঐতিহাসিক পৌরসভা এখনও পর্যন্ত পুরনো রঙেই রেঙে ওঠে প্রতিবছর ৷ 1 এপ্রিল 1869 সালে জয়নগর, মজিলপুর ও আরও 4-5টি ছোট ছোট অঞ্চল (চাঁপাতলা, হাসানপুর, গহেরপুর) নিয়ে এই জয়নগর-মজিলপুর পৌরসভা গঠিত হয় । এটি ভারতের প্রাচীনতম পৌরসভাগুলির মধ্যে অন্যতম । 2022 সালের পৌরনির্বাচন অনুসারে জয়নগর মজিলপুর পৌরসভাটি বর্তমানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন।
ওই পৌরনির্বাচনে জয়নগর মজিলপুর পৌরসভার মোট 14টি ওয়ার্ডের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 12টি ওয়ার্ডে ও অপর 2টি ওয়ার্ডে ভারতীয় জাতীয় কংগ্রেস ও এসইউসিআই(সি) জয়লাভ করে । তবে দীর্ঘবছর ধরে ঐতিহ্যবাহী এই পৌরসভার রং লাল । তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সর্বত্র প্রশাসনিক ভবনে নীল সাদা রং করা হলেও, এই পৌরসভা এখনও ইতিহাস ও ঐতিহ্যবাহী লাল রংকে আগলে ধরে বেঁচে আছে ।