নামখানা, 13 জুন:ইলিশ ধরার মরশুমে বিপত্তি। সোমবার দক্ষিণ 24 পরগনার নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে 15 জন মৎসজীবীকে নিয়ে এফবি শঙ্খচক্র নামে কাকদ্বীপের একটি ট্রলার উলটে যায়। যদিও স্থানীয় মৎস্যজীবী এবং পুলিশি তৎপরতায় মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে (15 fishermen rescued after trawler capsized in Hatania Doania river) ৷
চলতি মাসের 15 তারিখ থেকে মৎস্য দফতরের তরফে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার অনুমতি মিলেছে ৷ সেইমতোই মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন মৎস্যজীবীরা ৷ সাধারণত মোহনার কাছাকাছি বন্দরগুলোতে ট্রলারগুলি জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করে। তেমনই 15 জন মৎসজীবী নিয়ে ট্রলারটি কাকদ্বীপ থেকে নামখানা মৎস্য বন্দরের দিকে আসছিল। সেই সময় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে হাতানিয়া-দোয়ানিয়া নদীতে উলটে যায় বলে জানা গিয়েছে ।