ফলতা, 26 এপ্রিল:মোটর চালিত নৌকায় বোঝাই সারি সারি বস্তা ভরতি কয়েন। যা নিয়ে শোরগোল দক্ষিণ 24 পরগনার নৈনান ঘাটে ৷ খবর পেতেই সাধারণ মানুষ ভিড় জমাতে থাকেন কয়েনের বস্তা দেখতে। এমনকী কয়েনের বস্তা নিয়ে যাওয়া ব্যক্তিকে আটকেও রাখেন এলাকার বাসিন্দারা। এত বস্তা কয়েন কোথা থেকে এল, প্রশ্ন ছিল সবার মনে। তাই রহস্যভেদ করতেই বস্তা ভরতি কয়েনের নৌকা আটকে পুলিশকে খবর দেন এলাকার বাসিন্দারা । ঘটনা নিয়ে তদন্তের পর সাংবাদিক সম্মেলন করে রহস্যভেদ করলেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুনকুমার দে ।
তিনি জানান, হাওড়া জেলার শ্যামপুর থানার মোল্লাহাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সিং ৷ ইটের ব্যবসা করতেন তিনি। সেই প্রসঙ্গেই তাঁর সঙ্গে নামখানা এলাকার লালপোলের বাসিন্দা নিউ লোকনাথ বিল্ডার্সের প্রোপাইটার রাধাকৃষ্ণ মান্নার ব্যবসায়িক সম্পর্ক ছিল। এমনকী ব্যবসায়িক লেনদেনে রাধাকৃষ্ণ মান্নার কাছে তিনি 3 লক্ষেরও বেশি টাকা পেতেন । তাই ধার পরিশোধ করতে রাধাকৃষ্ণ মান্না এক টাকার কয়েন ভরতি 125 বস্তা বিশ্বজিৎ সিংকে গত 23 এপ্রিল রবিবার দেন । প্রতিটি বস্তায় আড়াই হাজার টাকা করে কয়েন ছিল বলে জানান এসডিপিও ।