পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firing at Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলল 12 রাউন্ড গুলি, মিলল তাজা বোমা

দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ভাঙড়ের বড়ালি গ্রামে এক তৃণমূল (Trinamool Congress) নেতার বাড়ি লক্ষ্য করে প্রায় 12 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে । বোমাবাজিও (Bomb) হয়েছে বলে অভিযোগ ৷

12-rounds-firing-targeting-trinamool-congress-leader-house-at-bhangar
Firing at Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলল 12 রাউন্ড গুলি, বোমাবাজির অভিযোগ

By

Published : Dec 7, 2022, 12:43 PM IST

Updated : Dec 7, 2022, 1:58 PM IST

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 7 ডিসেম্বর: রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । প্রায় 12 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে (12 Round Firing) । ঘটনার পর এলাকা থেকে তাজা বোমাও (Bomb) পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ভাঙড়ের বড়ালি গ্রাম ৷

অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ফজলে করিম মোল্লার বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । গুলির আওয়াজ শুনে খাটের নীচে ঢুকে যান ফজলে করিম । সকালে উঠে দেখেন, দরজা, জানালার পাশাপাশি খাটের একাধিক জায়গাতে গুলির দাগ রয়েছে ।

ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ ৷ উদ্ধার হয়েছে গুলির খোল ৷ শুরু হয়েছে তদন্ত ৷ বাড়ির সামনে পড়ে রয়েছে তাজা বোমা । এখনও পর্যন্ত বোমা উদ্ধার হয়নি । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে । তারা গিয়ে বোমা উদ্ধার করবে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ এলাকার বাসিন্দা হাফিজুর রহমান মোল্লা ও খুরশিদা বিবি জানিয়েছেন যে তাঁরা খুব আতঙ্কে আছেন ৷ সন্ধের পর বাড়ির বাইরে বের হতে ভয় লাগে ৷

ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলল 12 রাউন্ড গুলি, মিলল তাজা বোমা

আক্রান্ত তৃণমূল নেতা ফজলে করিম মোল্লার দাবি, ‘‘কয়েকদিন আগেই ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে মুখ খুলেছিলাম । তাই বাড়িতে হামলা হয়েছে ৷ কাইজার একের পর এক অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে । আমি মুখ খুলেছিলাম । আমি সৎ নেতা । তাই এই হামলা ।”

তাহলে কি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটল ? সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই কি তার আগেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে এলাকা? এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় বাসিন্দারা ৷ এদিন তৃণমূলের এক রাজ্যস্তরের নেতাও ঘটনাস্থলে গিয়েছিলেন ৷ তিনিও এই নিয়ে মুখ খোলেননি ৷ যোগাযোগ করা যায়নি কাইজার আহমেদের সঙ্গেও ৷

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে বারুইপুরে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই

Last Updated : Dec 7, 2022, 1:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details