ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 7 ডিসেম্বর: রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । প্রায় 12 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে (12 Round Firing) । ঘটনার পর এলাকা থেকে তাজা বোমাও (Bomb) পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) ভাঙড়ের বড়ালি গ্রাম ৷
অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ফজলে করিম মোল্লার বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । গুলির আওয়াজ শুনে খাটের নীচে ঢুকে যান ফজলে করিম । সকালে উঠে দেখেন, দরজা, জানালার পাশাপাশি খাটের একাধিক জায়গাতে গুলির দাগ রয়েছে ।
ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ ৷ উদ্ধার হয়েছে গুলির খোল ৷ শুরু হয়েছে তদন্ত ৷ বাড়ির সামনে পড়ে রয়েছে তাজা বোমা । এখনও পর্যন্ত বোমা উদ্ধার হয়নি । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে । তারা গিয়ে বোমা উদ্ধার করবে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷ এলাকার বাসিন্দা হাফিজুর রহমান মোল্লা ও খুরশিদা বিবি জানিয়েছেন যে তাঁরা খুব আতঙ্কে আছেন ৷ সন্ধের পর বাড়ির বাইরে বের হতে ভয় লাগে ৷