কুলতলি, 31 মে:কমিউনিটি কিচেনের খাবার খেয়ে অসুস্থ দক্ষিণ 24 পরগনার কুলতলির উত্তর দেবীপুর গ্রামের শতাধিক মানুষ । শনিবার রাতে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা আমফান বিধ্বস্ত উত্তর দেবীপুর গ্রামের মানুষদের রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেয় । সেই খাবার খেয়ে অসুস্থ এলাকার 100-র বেশি মানুষ। সঙ্গে সঙ্গে তাঁদের জয়নগর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় ।
কুলতলিতে কমিউনিটি কিচেনের খাবার খেয়ে অসুস্থ শতাধিক মানুষ
শনিবার রাতে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এলাকায় ত্রাণ বিলি করা হয় । প্রায় এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয় । রাতে সেই খাবার খেয়েই শুয়ে পড়েছিল ওই গ্রামের বেশিরভাগ পরিবার ।
শনিবার রাতে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এলাকায় ত্রাণ বিলি করা হয় । প্রায় এক হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয় । রাতে সেই খাবার খেয়েই শুয়ে পড়েছিল ওই গ্রামের বেশিরভাগ পরিবার । কিন্ত ভোরবেলা থেকে তাঁদের বমি ও পায়খানা শুরু হয় । খবর পেয়ে স্থানীয়দের সাহায্য়ে অসুস্থদের গাড়িতে করে হাসপাতালে পাঠায় পুলিশ । ত্রাণ বিলি করা ওই সংস্থাও অসুস্থ মানুষদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে । ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ।
সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে প্রায় ১৫০ জনের মতন অসুস্থ হয়ে পড়ে । তবে হাসপাতালের পক্ষ থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় সুস্থ হয়ে উঠেছে অধিকাংশ মানুষ । চিকিৎসকদের দাবি, খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা ঘটেছে । তবে কীভাবে বিষক্রিয়া ঘটল তা নিয়ে কোনও তথ্য দিতে পারছে না কেউ । ওই বেসরকারি সংস্থা জানিয়েছে, প্রায় 2 হাজার মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে তাঁরা । তার মধ্যে গতকাল প্রায় হাজার খানেক গ্রামবাসীর হাতে ত্রাণ তুলে দেওয়া হয় । তবে আজ আরও হাজার জনের হাতে ত্রাণ তুলে দেওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে । খাদ্যে বিষক্রিয়া কীভাবে ঘটল তা জানার পরই তারা ত্রাণ বিলি করবে।