পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি নিয়মকে বুড়ো আঙুল, বারুইপুরে আটক 10 ব্যবসায়ী - আইসি বারুইপুর

কাছারি বাজার ও রেলগেট সংলগ্ন এলাকায় বেশ কিছু দোকান সকাল থেকে রাত অবধি খুলে রাখার খবর পায় বারুইপুর থানার পুলিশ । খবর পেয়ে সোমবার রাতে এসডিপিও বারুইপুর ও আইসি বারুইপুরের নেতৃত্বে কাছারি বাজার সংলগ্ন সবজি মার্কেটে অভিযান পুলিশের । আটক দশ ব্যবসায়ী ৷

সরকারি নিয়মকে তোয়াক্কা , অতিরিক্ত সময় দোকান খুলে রাখায় বারুইপুরে আটক 10 ব্যবসায়ী
সরকারি নিয়মকে তোয়াক্কা , অতিরিক্ত সময় দোকান খুলে রাখায় বারুইপুরে আটক 10 ব্যবসায়ী

By

Published : May 11, 2021, 1:40 PM IST

বারুইপুর, 11 মে : রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । আর সেই বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে বারুইপুরে খোলা থাকছে দোকান ৷ এই অবস্থায় অভিযান চালিয়ে সোমবার দশজন ব্যবসায়ীকে আটক করে বারুইপুর থানার পুলিশ ৷

কাছারি বাজার ও রেলগেট সংলগ্ন এলাকায় বেশ কিছু দোকান সকাল থেকে রাত অবধি খুলে রাখার খবর পায় বারুইপুর থানার পুলিশ । খবর পাওয়ার পরেই সোমবার রাতে এসডিপিও বারুইপুর ও আইসি বারুইপুরের নেতৃত্বে কাছারি বাজার সংলগ্ন সবজি মার্কেটে অভিযান চালায় পুলিশ । সেখানে তাঁরা গিয়ে দেখেন, রাতেও রমরমিয়ে চলছে সবজি বাজার । দেখা মাত্রই বেশ কয়েকজন সবজি ব্যবসায়ী ও তাঁদের সবজি মাপার যন্ত্র আটক করে পুলিশ ।

আরও পড়ুন :কোভিডের ঝুঁকি বেশি এবি এবং বি রক্তের গ্রুপের মানুষদের ! কাদের ঝুঁকি কম ?

এরপর রাস্তার ধারে খুলে রাখা অন্যান্য রেস্টুরেন্ট ও লস্যির দোকান সবকিছুই বন্ধ করে দেয় পুলিশ । বাজার খোলা রাখার এই ঘটনায় মোট দশজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details