পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooperative Corruption: কোটি টাকার সমবায় দুর্নীতির অভিযোগ সোনারপুরে, রেয়াত করা হবে না; হুঁশিয়ারি মন্ত্রীর - সোনারপুর

লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে 10 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শনিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দেয় তারা ৷ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী ৷

Etv Bharat
দুর্নীতির অভিযোগ সোনারপুরে

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:43 PM IST

Updated : Aug 26, 2023, 9:15 PM IST

সমবায় দুর্নীতির অভিযোগ সোনারপুরে

সোনারপুর, 26 অগস্ট: আলিপুরদুয়ারের পর সোনারপুরে এবার 10 কোটি টাকার সমবায় দুর্নীতির অভিযোগ। সোনারপুরের লাঙ্গলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে 10 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শনিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস রোড অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক অবস্থান বিক্ষোভও করে গ্রামবাসীরা। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। যদিও কড়া ব্যবস্তার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ৷ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

ঘটনায় রাজ্য সরকার ব্যবস্থা না-নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারির পাশাপাশি, ইডি-সিবিআই'কে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন প্রতারিত গ্রাহকরা ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব গরমিল হওয়ার কয়েকমাস আগে গণ্ডগোলের সূত্রপাত। ছ'মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে ৷ গত ফেব্রুয়ারিতেই গ্রাহকদের নজরে আসে বিষয়টি ৷ এরপর বিডিও, এসডিও এমনকী পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রাহকদের ৷ এদিন পথ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গেও প্রথমে তর্কাতর্কি পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা ৷ পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগও তুলেছেন তারা ৷

আরও পড়ুন: বড় সাফল্য কলকাতা পুলিশের! বিহার থেকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার এক

গত ছ'মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না। এমনকী লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও মিলছে না বলে অভিযোগ উঠেছে। সমবায় দফতর, বিডিও, এসপি বারুইপুর, স্থানীয় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করেন প্রতারিত গ্রাহকরা। যদিও গোটা ঘটনায় এখনও জেলা প্রশাসনের প্রতিক্রিয়া মেলেনি। এর আগে আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে 50 কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, “আমাদের কাছে খবর আসার পরই আমরা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সম্পত্তি বিক্রি করে হলেও টাকা ফেরাতে বলেছি। লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতিতে যে সম্পত্তি আছে, তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে এই গ্রাহকদের টাকা ফেরাতে হবে বলে নির্দেশ দিয়েছি।” কাউকে এই ঘটনায় রেয়াত করা হবে না বলেও জানান তিনি ৷

Last Updated : Aug 26, 2023, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details