সোনারপুর, 26 অগস্ট: আলিপুরদুয়ারের পর সোনারপুরে এবার 10 কোটি টাকার সমবায় দুর্নীতির অভিযোগ। সোনারপুরের লাঙ্গলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে 10 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শনিবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস রোড অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক অবস্থান বিক্ষোভও করে গ্রামবাসীরা। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। যদিও কড়া ব্যবস্তার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ৷ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷
ঘটনায় রাজ্য সরকার ব্যবস্থা না-নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারির পাশাপাশি, ইডি-সিবিআই'কে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন প্রতারিত গ্রাহকরা ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব গরমিল হওয়ার কয়েকমাস আগে গণ্ডগোলের সূত্রপাত। ছ'মাস ধরে গ্রাহকরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে ৷ গত ফেব্রুয়ারিতেই গ্রাহকদের নজরে আসে বিষয়টি ৷ এরপর বিডিও, এসডিও এমনকী পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রাহকদের ৷ এদিন পথ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গেও প্রথমে তর্কাতর্কি পরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা ৷ পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগও তুলেছেন তারা ৷