পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sonarpur Child Death: মদ্যপ পিসেমশাইয়ের মারে মৃত্যু শিশুর, আশঙ্কাজনক 1 - সোনারপুরে শিশু মৃত্যুর ঘটনা

সোনারপুরে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিযুক্ত পিসেমশাই (Sonarpur Child Death)৷ আরেক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৷

ETV Bharat
সোনারপুরে মদ্যপ পিসেমশাইয়ের হাতে খুন শিশু

By

Published : Sep 21, 2022, 3:49 PM IST

সোনারপুর, 21 সেপ্টেম্বর: মদ্যপ পিসেমশাইয়ের বেধড়ক মার ৷ তার জেরেই ঘটনাস্থলে মারা গেল এক চার বছরের শিশু(1 Child Killed and 1 Serious Injured by Drunk Relative)৷ তিন বছরের আরেক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি । মর্মান্তিক ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে সোনারপুর থানার বেনেবউ গ্রামের লস্করপুরে । অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রসেনজিতের স্ত্রী ও তার শ্যালকের স্ত্রী কলকাতায় পরিচারিকার কাজ করেন । প্রসেনজিতের একটি ছয় মাসের বাচ্চা রয়েছে । শিশুটিকে নিয়েই কাজে যান তাঁর স্ত্রী । কিন্তু গত কয়েকদিন ধরে শ্যালকের দুই মেয়েকে নিজের কাছে দেখভালের জন্য রাখছিল ধৃত । তাঁরা পিসেমশাইয়ের কাছেই ছিল(Sonarpur News)।

আরও পড়ুন :স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, মা-বাবার নিথর দেহের সঙ্গে রাত কাটল শিশুর

অভিযোগ, রাতে নেশা করেছিল প্রসেনজিৎ । সেই সময় আফসারা খাতুন এবং আলিয়া খাতুন নামে ওই দুই শিশু তার কাছে খাবার চায় । তাতে প্রথমে আমল দেয়নি সে । এরপর কান্না জুড়ে দেয় বাচ্চারা । বেশ কিছুক্ষণ এমন চলার পর আচমকাই আফসারা ও আলিয়াকে তুলে দেওয়ালে মাথা ঠুকে দেয় প্রসেনজিৎ । সেই সঙ্গে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । মারধরের জেরে গুরুতর জখম হয় দু’জনই । আঘাত লাগায় আর্তনাদ শুরু করে তারা । এরপরই আফসারাকে গলা টিপে মেরে ফেলে প্রসেনজিৎ, এমনটাই অভিযোগ । বাচ্চাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায় । কিন্তু তাঁরা এসে দেখেন, সব শান্ত । প্রসেনজিৎকে তাঁরা জিজ্ঞাসা করেন, কেন বাচ্চারা কাঁদছিল ? উত্তর সন্তোষজনক না হওয়ায় সন্দেহ দানা বাঁধে ।

সোনারপুরের শিশু মৃত্যুর ঘটনায় প্রতিবেশী ও পুলিশের বক্তব্য

এরপরই তাঁরা ঘরের দরজা খুলে দেখেন, আফসারার নিথর দেহ পড়ে রয়েছে । জখম অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে আলিয়া । এরপরই থানায় খবর দেওয়া হয় । আহত শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় রাতেই ।

আরও পড়ুন :চন্দ্রকোনায় দু'বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য, আটক মহিলার দ্বিতীয় স্বামী

ABOUT THE AUTHOR

...view details