ম্যাঙ্গালোর, 18 মে : সাইক্লোন তখতের দাপটে মুম্বইতে জাহাজ ডুবিতে মৃত্যু হল দক্ষিণ 24 পরগনার এক শ্রমিকের । নিখোঁজ আরও এক শ্রমিক । ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালোর বন্দর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে । মৃত যুবকের নাম জীবানুল হক মণ্ডল (35) এবং নিখোঁজ মইনুদ্দিন হক (23) ৷ দু’জনেই নুরপুরের রামনগর থানার কোম্পানি পুকুর এলাকার বাসিন্দা ৷ তবে নুরপুরের বাসিন্দা আরও দুই শ্রমিক মনিরুল ইসলাম ও কারিবুল শেখকে জীবিত উদ্ধার করা হয়েছে । ম্যাঙ্গালোর থেকে মৃত শ্রমিকের দেহ পাঠানো হচ্ছে নুরপুরের বাড়িতে ।
জানা গিয়েছে, নুরপুর এলাকার চার যুবক গত 27 এপ্রিল জাহাজে কাজ করার জন্য কর্নাটকে গিয়েছিলেন । 'কে বি শিপিং' নামে একটি কোম্পানির মাধ্যমে জাহাজে কাজ পান তাঁরা । ট্র্যাক বোর্ড নিয়ে আরব সাগরে পাইপ লাইন চেকিংয়ের পাশাপাশি অন্য জাহাজের লাইনআপ করার কাজ করতেন তাঁরা । গত কয়েকদিন আগে 'অ্যালায়েন্স' নামে একটি জাহাজে করে ম্যাঙ্গালোর বন্দরের কাছে আরব সাগরে কাজ করছিলেন 8 শ্রমিক । এদের মধ্যে নুরপুরের চার যুবকও ছিলেন । গত শনিবার জাহাজটি ঘূর্ণিঝড় তখতের কবলে পড়েল ৷ ঝড়ের তাণ্ডবে জাহাজটি বন্দর থেকে প্রায় 40 কিমি দূরে সরে যায় । একসময় একটি পাথরে ধাক্কা লেগে ইঞ্জিন বিকল হয়ে পড়ে । এরপর আচমকা জাহাজটি ঝড়ের তাণ্ডবে উল্টে যায় ।