সোনারপুর, 20 নভেম্বর: সোনারপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের পর রবিবার সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার কিনারা করল পুলিশ ৷
শুক্রবার কামরাবাদ এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় এক যুবকের দেহ । তাঁর হাতে ও পেটে ক্ষতচিহ্ন দেখা যায় । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 2 রাউন্ড গুলি ও গুলির খোল । পুলিশের প্রাথমিক অনুমান ছিল, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে ।
তবে পরিবারের অভিযোগ, বন্ধুদের মধ্যেই কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত । এরপর তদন্তে নামে পুলিশ । চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে । সিসিটিভি ফুটেজ দেখে এই খুনের কিনারা করে পুলিশ । ঘটনায় মোট পাঁচজন যুক্ত রয়েছে । ইতিমধ্যে দীপ হালদার নামে এই খুনে মাস্টারমাইন্ড একজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ(1 arrested for shot and murdering youth in Sonarpur)৷
দুর্গাপুজোর বিসর্জনের সময় লালটুর বন্ধু বিশ্বজিৎ সরকারের সঙ্গে ঝামেলা হয় দীপের । সেই পুরানো আক্রোশের জেরে বিশ্বজিৎকে খুনের পরিকল্পনা করে দীপ । এরপর শুক্রবার রাতে বিশ্বজিৎকে মারার জন্য ওই বাড়িতে পৌঁছয় দীপ ও তার সঙ্গীরা ৷ সেখানে লালটুর সঙ্গে তাদের ঝামেলা হয় । একজন গুলি চালায় । দীপ ও তার সঙ্গীরা ভাবে লালটু আহত হয়েছে । এরপর তারা ওই বাড়ি ছেড়ে চম্পট দেয় । ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করেছে সোনারপুর থানার পুলিশ । দীপকে গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত অধরা বাকি অভিযুক্তরা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ । দীপকে এদিন বারুইপুর মহকুমার আদালতে পেশ করলে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক ।
আরও পড়ুন :মাছের গুঁতোয় কুপোকাত যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভরতি হাসপাতালে