পশ্চিমবঙ্গ

west bengal

Extramarital Affair: তরুণীকে নিয়ে পলাতক বিবাহিত যুবক, জ্বলল বাড়ি; উত্তপ্ত মেখলিগঞ্জে গ্রেফতার 17

By

Published : Jan 7, 2023, 10:20 PM IST

Updated : Jan 7, 2023, 11:10 PM IST

মেখলিগঞ্জে লাভ জিহাদের ছায়া ৷ পাশের গ্রামের তরুণীকে নিয়ে পালানোয় জ্বলল যুবকের বাড়ি ৷ ঘটনায় এখনও পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Youths house vandalized due to extramarital affair at Mekliganj) ৷

Etv Bharat
উত্তপ্ত মেখলিগঞ্জে গ্রেফতার 17

তরুণীকে নিয়ে পলাতক বিবাহিত যুবক, উত্তপ্ত মেখলিগঞ্জে গ্রেফতার 17

কোচবিহার, 7 জানুয়ারি:যুবতির সাথে প্রণয়ের সম্পর্ক পাতিয়ে তাঁকে নিয়ে গ্রাম থেকে হাওয়া বিবাহিত এক যুবক ৷ পরিণামে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল মেখলিগঞ্জের ধুলিয়া বলদিয়াহাটি ৷ গ্রাম ছেড়ে পলাতক যুগলকে শেষ পর্যন্ত আটক করেছে কলকাতার ময়দান থানার পুলিশ ৷ কিন্তু ততক্ষণে আগুন জ্বলে গিয়েছে পাশের গ্রামের তরুণীকে নিয়ে পলাতক মেহবুব আলমের বাড়িতে ৷ মেখলিগঞ্জের এই ঘটনায় লাভ জিহাদের ছায়াও দেখছেন অনেকে ৷ তরুণী প্রিয়াঙ্কা বর্মনের বাড়ি তরফে শতাধিক সদস্য নিয়ে মেহবুবের বাড়িতে প্রথমে ভাঙচুর করা হয় এবং পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ ঘটনায় এখনও পর্যন্ত 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Youths house vandalized due to extramarital affair at Mekliganj) ৷

বিবাহিত যুবক মেহবুব আলমের সঙ্গে পাশের গ্রামের তরুণী প্রিয়াঙ্কা বর্মনের (20) প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে বেশ কিছুদিন ৷ কানাঘুষো শোনা গেলেও সম্প্রতি দু'জনে পালিয়ে যেতে সন্দেহ জোরালো হয় উভয় পরিবারের ৷ এরপরই ঘটনা বাঁক নেয় অন্যদিকে ৷ সন্দেহের বশবর্তী হয়ে শুক্রবার মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় যুবতির পরিবারের তরফে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশি তৎপরতায় কলকাতায় পলাতক যুগলকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের করেই ক্ষান্ত হয়নি প্রিয়াঙ্কার পরিবার ৷ শুক্রবার রাত 9টা নাগাদ মেখলিগঞ্জের উচুলপুকুরির ধুলিয়া বাজারে 100-120 জন ধুলিয়া বাজার থেকে কাশিমের হাটের দিকে মিছিল বের করে যায়। এরপর রাত 10টা নাগাদ মেহবুব আলমের বাড়িতে হামলা চালানো হয়। তাদের অভিযোগের তির মেহবুবের দিকেই ৷ ভাঙচুর করার পর যুবকের বাড়ির সবক'টি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ শনিবার এ বিষয়ে মেহবুব আলমের বাবা আইনুল হক মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ 17জনকে গ্রেফতার করেছে ।

তবে এখনও থমথমে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে যাতে কোনওরকম অশান্তি না-ছড়ায় সেজন্য ঘটনাস্থল পর্যবেক্ষণে রাখছেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, মেখলিগঞ্জ সার্কেল ইন্সপেক্টর পূরণ রাই, ওসি রাহুল তালুকদার। যুবতির পরিবারের দাবি তারা তাদের মেয়েকে ফিরে পেতে চান। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন:কুসংস্কারাচ্ছন্ন দুই মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

অভিযুক্ত যুবক মেহবুব আলমের মা আতিমা বিবি প্রশ্ন তুলে বলেন, "ছেলে-মেয়ে উভয়ই দোষ করেছে ৷ তাদের নিয়ে এসে সাজা দেওয়ার হলে দেবে কিন্তু, এতে ঘর ভাঙচুর, আগুনে পুড়িয়ে দেওয়া হলো কেন?" এ বিষয়ে উচুলপুকুরি গ্রাম পঞ্চায়েত প্রধান কালিমন বর্মন বলেন নিন্দনীয় ঘটনা ৷ এটা ছেলে-মেয়ের বিষয়। উভয় পক্ষকেই আমরা বার্তা দিচ্ছি যাতে ভবিষ্যতে অশান্তি না হয়।

কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, ঘটনায় মেখলিগঞ্জ পুলিশের একটি দল কলকাতায় পৌঁছেছে আটক ছেলে মেয়েকে নিয়ে আসতে ৷ ঘটনায় 17 জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। তদন্ত চলছে ৷

Last Updated : Jan 7, 2023, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details