বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে কোচবিহার, 11 অগস্ট: বাবাকে খুন করে আত্মঘাতী ছেলে ! কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়ির তিনবিঘা এলাকার ঘটনা । মৃত টফসুল হোসেন (45) ও তাঁর ছেলে আবু বক্কর সিদ্দিকি (28) ৷ কোচবিহারের সুকটাবাড়ি এলাকায় বাসিন্দা ৷
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে স্কুলের একটি বারান্দায় আবু বক্করের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী ৷ এরপরই তার বাবা টফসুল হোসেনের দেহ স্কুলের মধ্য়ে দেখতে পান এলাকাবাসী ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ এক মাস আগে তাঁরা কুচলিবাড়িতে এসেছিলেন স্কুলের নির্মানের কাজের জন্য ৷দু’জনেই স্কুলের জলের ট্যাংক তৈরি করছিলেন ৷ তাঁদের সঙ্গে আরও এক যুবকও থাকতেন ৷
ঘটনা প্রসঙ্গেই, কুচলিবাড়ির স্থানীয় বাসিন্দা শ্যামাপদ অধিকারীর বলেন, "ভোররাতে এক যুবক তার বাড়িতে পালিয়ে আসেন । ওই যুবক জানায় স্কুলের ঘরের ভেতরে এক ছেলে তাঁর বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে । ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই যুবক স্কুলের জানালা দিয়ে পালিয়ে আসে ৷"
আরও পড়ুন:মুর্শিদাবাদে খুন কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের ছেলে
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, কোচবিহারের সুটকাবাড়ির তিন জন শ্রমিক স্কুলের নির্মান কাজের জন্য এসেছিলেন । যার মধ্যে দুই জন শ্রমিক সম্পর্কে বাবা ও ছেলে । তিনবিঘায় একটি স্কুলে জলের ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন তাঁরা । বিদ্যালয়ের কাজের জন্য তাঁরা সেখানেই থাকতেন । আজ ভোর সাড়ে 3টার দিকে আবু বক্কর সিদ্দিক লোহার পাইপ ও কোদাল দিয় টফসুল হোসেনকে আঘাত করে । এতে টফসুল হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান । এরপরে নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক (অভিযুক্ত ব্যক্তি) স্কুলের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক ও তার বাবার মধ্যে আগেই পারিবারিক বিরোধ ছিল । মৃতদেহ দুটিকে ময়নাতদন্ত জন্য মাথাভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন:আড়াই মাসের শিশুকন্যাকে খুন মায়ের ! কবর থেকে দেহ তুলল পুলিশ