কোচবিহার, 22 অগস্ট: দীর্ঘদিন ধরেই ছিল প্রেমের সম্পর্ক ৷ কিন্তু পরিবারের তরফে প্রেমিকার বিয়ে ঠিক হয় অন্যত্র ৷ পাত্রীও রাজি হয়ে যায় সেই বিয়েতে ৷ তবে বাধ সাধেন প্রেমিক ৷ ফলশ্রুতি হিসেবে প্রাণ হারাতে হল যুবককে ৷ এমনই অভিযোগ তুলে প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছন মৃত যুবকের পরিবার ৷ ঘটনাটি ঘটেছে, কোচবিহারের 2 নম্বর ব্লকের পুণ্ডিবাড়িতে ৷ ঘটনায় আটক প্রেমিকা ৷ মৃত যুবকের নাম রাজীব সরকার ৷
অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন, মঙ্গলবার ওই যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে। সকালেই মেয়েটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, দু'জনের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। তা নিয়েই ঝামেলা চলছিল রাজীব ও মেয়েটির মধ্যে। সোমবার দুপুরে মেয়েটি ওই যুবককে ফোন করে ডাকে দেখা করার জন্য। যুবকটি মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরও হয়। এরপর রাতে পৌনে আটটা নাগাদ যুবকের এক আত্মীয়কে ওই তরুণী ফোন করে জানান যে যুবকের অবস্থা ভালো নয়।