মেখলিগঞ্জ, 10 ডিসেম্বর: যুগলের দাবি তাঁঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে ৷ এদিকে প্রেমিকার আত্মীয়ের বাড়িতে এসে বিপাকে পড়ল প্রেমিক ৷ দু'জনকেই গাছের সঙ্গে বাঁধল প্রতিবেশীরা ৷ প্রেমিককে গাছে বেঁধে মারধরও করা হয় বলে অভিযোগ ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ধুলিয়া বাজার সংলগ্ন এলাকায় ৷
জানা গিয়েছে, এলাকার এক নাবালিকার সঙ্গে মাথাভাঙা নয়ারহাট এলাকার যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে ৷ দু'বছর ধরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িত ৷ এদিন নাবালিকা প্রেমিকার সঙ্গে দেখা করতে তার দিদির বাড়িতে আসেন ওই যুবক ৷ প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার পর গ্রামের বাসিন্দারা তাদের আটক করে ৷ তরুণকে গাছে বেঁধে রেখে চলে জিজ্ঞাসাবাদ, মারধর করা হয় বলে অভিযোগ ৷