পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Yaba Tablets Recovery: কোচবিহারে বিএসএফ-এনসিবি অভিযান, উদ্ধার লক্ষ লক্ষ টাকা-মাদক-পিস্তল-কাশির সিরাপ - কোচবিহার জেলার গোপালপুর সেক্টর

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কোচবিহারে তল্লাশি অভিযান চালায় বিএসএফ ও এনসিবি ৷ উদ্ধার হয়েছে 2 হাজারের বেশি সংখ্যাক ইয়াবা ট্যাবলেট, নগদ প্রায় 44 লক্ষ টাকা, পিস্তল, কাশির সিরাপ ৷

ETV Bharat
উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা

By

Published : Aug 22, 2023, 4:25 PM IST

গোপালপুর (কোচবিহার), 22 অগস্ট: উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে 2 হাজার 200 টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ ও এনসিবি ৷ গোপন সূত্রে এই সংক্রান্ত খবর পায় বিএসএফ ৷

তারপরই সীমান্ত রক্ষী বাহিনী এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট ৷ সঙ্গে নগদ 43 লক্ষ 76 হাজার টাকা ৷ একটি পিস্তলও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কোচবিহারে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, 20 অগস্ট গুয়াহাটি ফ্রন্টিয়ারের কোচবিহার গোপালপুরের 75 নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা অভিযান চালায় ৷ সূত্রের খবর, বিএসএফের কোচবিহার জেলার গোপালপুর সেক্টর হেডকোয়ার্টারের 75 নং ব্যাটেলিয়ানের জওয়ানরা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের নিয়ে ভার‍ত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালায় ।

এই তল্লাশি অভিযানে একটি দেশীয় পিস্তল, 8 এমএম কার্তুজ, 11 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট (2 হাজার 200 টি ইয়াবা ট্যাবলেট) উদ্ধার হয় ৷ সেই সঙ্গে 18 হাজার টাকা মূল্যের কাশির সিরাপ পাওয়া গিয়েছে ৷ এছাড়া নগদ 43.76 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে ৷

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ৷ কীভাবে ভারত-বাংলাদেশ সীমান্তে এই বিপুল সংখ্যায় ইয়াবা ট্যাবলেট এল ৷ কারা এই অবৈধ পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷ যদিও এই পাচারের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ ও এনসিবির আধিকারিকরা ৷

আরও পড়ুন: মুম্বই ও রাজস্থান থেকে একই দিনে উদ্ধার বিপুল পরিমাণ মাদক

বিএসএফের এর গৌহাটি ফ্রন্টিয়ার থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, "ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনের উদ্দেশ্যে বিএসএফ কাজ করে চলেছে ৷ বিএসএফের এর সক্রিয় নজরদারির কারণেই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, কাফ সিরাফ, টাকা-সহ বন্দুক উদ্ধার হয়েছে । আগামী দিনে এই এলাকায় কোনও বেআইনি কার্যকলাপ যাতে না ঘটে, সেই দিকে লক্ষ রাখছে বিএসএফ ৷"

ABOUT THE AUTHOR

...view details