পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"খাবার নেই, শুধু বাড়ি ফিরতে চাই", কাতর আবেদন অসমে আটকে থাকা শ্রমিকদের

ছ'মাস আগে অসমে গিয়েছিলেন । লকডাউনের জেরে সেখানে আটকে পড়েছেন । এবার ভিডিয়ো বার্তায় ঘরে ফেরার আবেদন জানালেন কোচবিহারের একাধিক শ্রমিক ।

workers
শ্রমিক

By

Published : Apr 29, 2020, 11:50 PM IST

Updated : Apr 30, 2020, 12:01 AM IST

কোচবিহার, 29 এপ্রিল : "কাজ বন্ধ । খাবার নেই । শুধু বাড়ি ফিরতে চাই । লকডাউন বাড়লে মরে যাব ।" আবেদন জানাল অসমে আটক কোচবিহারের 500 জন ৷ তাদের মধ্যে শিশুও রয়েছে ।

ছ'মাস আগে ইটভাটার কাজে অসমে গিয়েছিলেন । লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় কাজ । মালিক ঠিকমতো খেতে দিচ্ছিলেন না বলে অভিযোগ ৷ এর জেরে সন্তানদের নিয়ে সমস্যায় পড়েছেন শ্রমিকরা । তাঁদের প্রত্যকের বাড়ি কোচবিহারের শীতলকুচি ও মাথাভাঙা ব্লকে ৷ অসমের কামরূপ জেলার সোনাপুর থেকে 12 কিমি দূরে কমলাঝাড়ি এলাকা । সেখানেই এক ইটভাটায় আটকে রয়েছেন তাঁরা । তাই এবার ভিডিয়ো বার্তার মাধ্যমে বাড়ি ফেরার আবেদন জানালেন রাজ্য সরকারের কাছে ।


মাথাভাঙার দীপক বর্মণ ,মতিলাল বর্মণ ,তপন বর্মণ ,প্রতিমা বর্মণ, মিনতি অধিকারীরা বলেন, হাতে যা টাকা ছিল সবটাই শেষ হয়ে গেছে । একদিকে খাবার নেই অন্যদিকে কাজও নেই। তাই সেখানে থাকলে অনাহারে মরতে হবে । তাঁরা বাড়ি ফিরতে চান।

ভিডিয়ো বার্তায় শ্রমিকরা জানান, ইটভাটার মালিক তাঁদের খাবার দিলেও তা পর্যাপ্ত নয় । তাঁরা ছোটো ছেলে-মেয়ে নিয়ে সেখানে সমস্যায় রয়েছেন ৷ মতিলাল বর্মণ বলেন, "লকডাউনে শ্রমিক সহ সবাই সমস্যায় আছি । পর্যাপ্ত খাবার পাচ্ছি না । মালিক খাবার দিলেও তা এতগুলো লোকের পর্যাপ্ত নয় ।"

Last Updated : Apr 30, 2020, 12:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details