মাথাভাঙা, 22 এপ্রিল : দিন দিন বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । আর তা আরও বাড়তে পারে মানুষের সচেতনতার অভাবে । তাই এবার মাথাভাঙায় আসরে নামলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । বাঁশ দিয়ে আটকে দিলেন বিভিন্ন গ্রামের মূল রাস্তা । লাগালেনও পোস্টারও ।
মাথাভাঙার হাজারহাট গ্রাম পঞ্চায়েতের তরফে 13 টি গ্রামে কোরোনা নিয়ে সচেতনতা প্রচার চালানো হচ্ছে । তার জন্য পঞ্চায়েতের তরফে "কোরোনা যোদ্ধা" নামে একটি দল গঠন করা হয়েছে । এই দলে রয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও । কিছুদিন ধরেই তাঁরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন । কিন্তু তারপরেও মানুষের মধ্যে সচতেনতার অভাব থেকে যাচ্ছে । তাই আজ হাজারহাট পঞ্চায়েতের একাধিক গ্রামের মূল রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন তাঁরা । পোস্টার লাগিয়ে লিখে দেন, "লকডাউন । আপনি ঘরে ফিরে যান । আমরা কোরোনার সঙ্গে যুদ্ধ করছি ।"