পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুফানগঞ্জে মহিলাকে ধর্ষণের অভিযোগ BJP কর্মীর বিরুদ্ধে - physical assualt

ঘটনার পর ওই মহিলা তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান । তাঁকে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় । এরপর তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

physical assualt
ধর্ষণের অভিযোগ BJP কর্মীর বিরুদ্ধে, তদন্তে তুফানগঞ্জ পুলিশ

By

Published : Oct 27, 2020, 9:12 PM IST

কোচবিহার , 27 অক্টোবর : মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ কোচবিহারের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ঘোঘোরকুঠি গ্রামের ঘটনা ।

ঘটনার পর ওই মহিলা তাঁর পরিবারের সদস্যদের বিষয়টি জানান । তাঁকে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় । এরপর তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযুক্ত ওই ব্যক্তি এলাকায় BJP কর্মী হিসেবে পরিচিত ।

মহিলার স্বামীর অভিযোগ, "অষ্টমীর রাতে পুজো দেখে ফেরার পর রাতে সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়ি । এরপর গভীর রাতে আমার স্ত্রীর ঘরে ঢুকে পড়ে পরিতোষ দাস ৷ এরপর সে আমার স্ত্রীকে ধর্ষণ করে । পরিতোষ আমাদেরই প্রতিবেশী ৷ সে BJP করে ৷ "

ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ এবিষয়ে BJP -র জেলা কমিটির সদস্য দিলীপ বর্মণ বলেন, বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details