কোচবিহার, 12 এপ্রিল: চুরি করতে এসে বাধা পেয়ে শ্বাসরোধ করে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল । মৃতার নাম পাতু মণ্ডল ।কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের চিতিয়ারডাঙা এলাকার ঘটনা ৷
গতরাতে ঘরে একাই শুয়েছিলেন ওই মহিলা । আজ সকালে হাজার ডাকাডাকি করেও তাঁর সাড়া মেলেনি ৷ তখন পরিবারের একজন দেখেন যে, তাঁর ঘরে সিঁধ কাটা হয়েছে । এরপরই দরজা ভেঙে ঘরে ঢুকে ওই মহিলার দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায় । দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। মেখলিগঞ্জ থানার পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । মৃতার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে ৷ চুরিতে বাধা পাওয়ায় তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান।