কোচবিহার, 4 অগস্ট:নাবালিকা মেয়েকে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করায় এক মহিলাকে 15 দিনের জেল ও এক হাজার টাকা জরিমানা করল আদালত (Woman Jailed for 15 days for Falsely Alleging Rape) । বৃহস্পতিবার কোচবিহারের মেখলিগঞ্জের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শুভেন্দু সাহা এই রায় দেন । অতি বিরল এই রায়দানে হতবাক মেখলিগঞ্জবাসী ৷
সূত্রের খবর, মেখলিগঞ্জের উঁচুলপুকুরির এক প্রাথমিক বিদ্যালয়ের তিলক রায় নামে এক শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে তার মা ৷ অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা শুরু হয় । এই ঘটনার পর 712 দিন জেল হয় ওই শিক্ষকের ৷ তারপরেও এই মামলা চলতে থাকে ৷