কোচবিহার, 1 অক্টোবর: সাপের ছোবলে মৃত মহিলার দেহ (Woman dies of snakebite) হাসপাতালে ময়নাতদন্ত না করেই সেখান থেকে নিয়ে এসে ওঝা ডেকে ঝাড়ফুঁক করায় পরিবার । এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল কোচবিহারের পারাডুবিতে । যদিও তাতে কোনও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত শুক্রবার রাতে দেহের সৎকার করা হয়েছে ।
মাথাভাঙ্গা-2 ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকার সুশান্ত সরকারের স্ত্রী শুক্লাকে শুক্রবার ভোরে শৌচালয়ে যাওয়ার সময় সাপে ছোবল দেয় । তড়িঘড়ি তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে (Mathabhanga Sub Division Hospital) ভর্তি করা হলেও শুক্লার মৃত্যু হয় । তাঁর দেহ ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে যেতে চায় পরিবারের লোকজন । পরিবারের অভিযোগ, সুপার না থাকায় দেহ ছাড়েনি হাসপাতাল কর্তৃপক্ষ । এই নিয়েই হাসপাতাল চত্বরে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা । স্থানীয় পঞ্চায়েত ও মৃতের পরিবার মুচলেকা দিয়ে দেহ বাড়িতে নিয়ে আসে । মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক মাসুদ হাসান বলেন, "স্থানীয় পঞ্চায়েত ও পরিবারের মুচলেকা পেয়ে সাপের ছোবলে মৃত মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । এরপর শুক্রবার বিকেল থেকে ওঝা এনে ঝাড়ফুঁক করে মৃতকে জীবিত করার চেষ্টা চলে । শেষে ওঝাও হাল ছেড়ে দিলে, দেহ সৎকার করে পরিবার ।"
আরও পড়ুন:পাটুলিতে উদ্ধার বৃদ্ধের দেহ, প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ‘প্রণাম’
এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সদস্য বন্দনা মণ্ডল বলেন, "পরিবার ও স্থানীয়দের কথায় দেহ আনতে সাহায্য করারর জন্য মুচলেকা দিয়েছি ।" বিডিও উজ্জ্বল সরদার বলেন, "ঘটনাটি খোঁজখবর নিয়ে দেখা হবে ।" এ ব্যাপারে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পারডুবি শাখার সভাপতি কার্তিক রায় বলেন, "আধুনিক যুগে এসব ঘটনা ভাবাই যায় না । মানুষের আরও সচেতন হওয়া দরকার ।"