পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে বাঁশবনে মহিলার রক্তাক্ত দেহ, স্বামী পলাতক - অপরাধ

বাড়ির পিছনে বাঁশবন থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের মোয়ামারি এলাকায় । ঘটনার পর থেকেই মহিলার স্বামী পলাতক।

কোচবিহার খুন
কোচবিহার খুন

By

Published : Sep 5, 2020, 10:00 PM IST

কোচবিহার, 5 সেপ্টেম্বর : কোচবিহারের মোয়ামারিতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । মৃতার নাম মণিকা সরকার । অভিযুক্ত দীপক সরকার পলাতক ৷ তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, 9 বছর আগে মোয়ামারি গ্রামের দীপক সরকারের সঙ্গে শীতলকুচির মণিকা সরকারের বিয়ে হয় । মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মণিকার উপর অত্যাচার চালাত দীপক । শনিবার সকালে বাড়ির পিছনে বাঁশঝাড় থেকে উদ্ধার হয় মণিকার রক্তাক্ত দেহ ।

মণিকার দাদা নন্দ গোপাল ভৌমিক বলেন, শুক্রবার রাতে দীপক তাঁকে ফোন করে জানায় মণিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না । এর কিছুক্ষণ পর ফের দীপক ফোন করে জানায় মণিকা আত্মহত্যা করেছে । এরপর শ্বশুরবাড়ির পিছনে বাঁশ বন থেকে উদ্ধার হয় বোনের রক্তাক্ত দেহ । খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছোয় কোচবিহারের DSP হেড কোয়ার্টার সমীর পাল সহ অন্য আধিকারিকরা । ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত দীপক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details