কোচবিহার, 16 অগস্ট:ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ ৷ তার জেরেই চলল গুলি ৷ গুলিতে জখম মহিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচির পাঠানতুলি এলাকা ৷ গুলিবিদ্ধ রোশেনা বিবি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি ৷
জানা গিয়েছে, শীতলকুচি থানার পাঠানতুলি গ্রামের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একই পরিবারের দুই পক্ষের মধ্য়ে বিবাদ ৷ এদিন সকালে হঠাৎই রোশেনা বিবির ছাগল বিতর্কিত সেই জমিতে ঢুকে পড়ে ধান খেতে । তা নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় । ঘটনাটি চোখে পড়তেই রোশেনা বিবির বাড়িতে চড়াও হয় আরেক পরিবার ৷ অভিযোগ, সেই সময়েই রোশেনা বিবিকে লক্ষ্য করে গুলিও চালায় তাঁরই আত্মীয়রা। রোশেনা বিবির দু’পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে । গুরুর আহত রোশেনা বিবিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে ৷
আরও পড়ুন:তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র শীতলকুচি, চলল গুলি ! জখম 10