কোচবিহার , 13 মে : এক গৃহবধূকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য চুপিসারে সৎকার করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে (Cooch Behar House wife Death)। ঘটনায় গ্রেফতার স্বামী ৷ এমনকি সৎকারের 3 দিন পর গৃহবধূর বাপেরবাড়ির লোক সেই খবর জানতে পারলেন প্রতিবেশীদের থেকে । এমনি ঘটনা ঘটে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটের 182 সারোহাটি এলাকায় । ঘটনায় এলাকায় চাঞ্চল্য় ছড়ায় ৷
সূত্রের খবর, চার বছর আগে মেখলিগঞ্জ ব্লকের 165 উপনচৌকি এলাকার বাসিন্দা অন্নদেবী বর্মনের মেয়ে সুকন্যা বর্মনের সঙ্গে বিয়ে হয় রানীরহাটের 182 শারোহাটি এলাকার বাসিন্দা সুদীপ বর্মনের ৷ অন্নদেবী বর্মন জানান, তাঁর মেয়ের মৃত্যুর খবর তিনদিন পরে জানতে পারেন ৷ তিনি বলেন, "বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতন চলত । গত 10 মে তাঁর মেয়ে সুকন্যা বর্মনকে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে তাঁর জামাই, শ্বশুর ও শাশুড়ি মিলে । কেউ যাতে জানতে না পারে ধামাচাপা দিতে সকলের অলক্ষ্যে অভিযুক্তরা দেহ পুড়িয়ে দেয় ।"