পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেখলিগঞ্জে যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে - মেখলিগঞ্জে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

ক্লাস টুয়েলভের ছাত্রী মাম্পি খাতুনের সঙ্গে সম্পর্ক ছিল স্থানীয় মহম্মদ রাজার ৷ সম্প্রতি রাজার অন্যত্র নিকাহ ঠিক হয় ৷ যার প্রতিবাদ করে মাম্পি ৷ অভিযোগ, এরপরই তাঁকে প্রাণনাশের হুমকি দেয় রাজা ৷ আর পরিকল্পনা অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয় মাম্পিকে ৷

accused of murdering young woman in Mekhliganj
মেখলিগঞ্জে খুন

By

Published : Jul 4, 2020, 12:29 AM IST

কোচবিহার, 3 জুলাই : যুবতিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ অভিযুক্ত আরও চারজনের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে ৷ কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরির পচারমোড় এলাকার ঘটনা ৷

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ক্লাস টুয়েলভের ছাত্রী মাম্পি খাতুনের সঙ্গে সম্পর্ক ছিল স্থানীয় মহম্মদ রাজার ৷ সম্প্রতি রাজার অন্যত্র নিকাহ ঠিক হয় ৷ যার প্রতিবাদ করে মাম্পি ৷ অভিযোগ, এরপরই তাঁকে প্রাণনাশের হুমকি দেয় রাজা ৷ আর পরিকল্পনা অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয় মাম্পিকে ৷ প্রথমে শৌচাগারের ট্যাঙ্কে ও পরে বাড়ি থেকে প্রায় 50 মিটার দূরের একটি পুকুরে দেহ ফেলে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার দুপুরে উছলপুকুরির পচার মোড় এলাকার ওই পুকুর থেকেই দেহ উদ্ধার হয় ৷ ঘটনায় পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এরপর রাতেই অভিযুক্ত মহম্মদ রাজা ওরফে সাহানুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ ।

শুক্রবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতের ছ'দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷ এই ঘটনায় অন্য অভিযুক্তরা হল আশরাফুল আলি, মোবারুদ্দিন, জ্যোৎস্না বিবি ও জহিরুল ইসলাম ৷

ABOUT THE AUTHOR

...view details