পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Municipality Chairman : কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কি রবীন্দ্রনাথই, তুঙ্গে জল্পনা - Chairman of Cooch Behar Municipality

2021 বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর, এবার কোচবিহারের পৌরভোটে তৃণমূল রবীন্দ্রনাথ ঘোষকে (TMC Leader Rabindra Nath Ghosh) প্রার্থী করেছিল ৷ 8 নম্বর ওয়ার্ড থেকে লড়ে জয়ী হন তিনি ৷

Cooch Behar Municipality
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কি রবীন্দ্রনাথই, তুঙ্গে জল্পনা

By

Published : Mar 5, 2022, 11:02 PM IST

কোচবিহার, 5 মার্চ : 10 বছর বিধায়ক ছিলেন । রাজ্যের মন্ত্রীও হয়েছেন । এবার কী তবে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান (Chairman of Cooch Behar Municipality) হতে চলেছেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ? ঘাসফুল শিবিরের অন্দরেই চলছে এই জল্পনা ৷

তৃণমূল এবারের পৌরনির্বাচনে কোচবিহারের 8 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছিল রবীন্দ্রনাথ ঘোষকে ৷ দলকে হতাশ করেননি তিনি ৷ জয়ী হয়েছেন । আর পৌরসভা নির্বাচনে তাঁর এই জয়ের পরেই আলোচনা শুরু হয়েছে তাহলে রবীন্দ্রনাথ ঘোষ কি এবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন ? মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম দেবকে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র নিয়োগ করার পর এই জল্পনা আরও বেড়েছে ৷ অনেকেই মনে করছেন, রাজার শহর কোচবিহারের দায়িত্ব যাবে রবীন্দ্রনাথ ঘোষের হাতেই ৷

বর্তমানে রবীন্দ্রনাথ ঘোষের বয়স প্রায় 70 বছর ৷ তৃণমূলের জন্মলগ্ন থেকেই কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । 1996, 2001 ও 2006 সালে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদন্দ্বিতা করেছিলেন । প্রতিবারই হেরেছেন । তবে 2011 সালে, রাজ্যে পালাবদলের বছরে বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য জিতে বিধায়ক হন তিনি । এরপর 2016 সালেও জেতেন তিনি এই কেন্দ্র থেকে ৷ হন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী । তবে কোচবিহারে তৃণমূলের অন্দরে কোন্দল দেখা দেওয়ায় জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় । এরপর 2021 বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেও জিততে পারেননি তিনি ৷

আরও পড়ুন :পর্যালোচনা বৈঠকে বঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা মানল রাজ্য নেতৃত্ব

অনেকেই ভেবেছিলেন, রবীন্দ্রনাথ ঘোষের রাজনৈতিক জীবন হয়তো শেষের পথে । কিন্তু এবারের পৌরসভা নির্বাচনের আগে তিনি নাটাবাড়ি থেকে ভোটার লিস্টে নাম কাটিতে কোচবিহার শহরের ভোটার হিসেবে নাম তোলেন ৷ তাঁকে 8 নম্বর ওয়ার্ড থেকে এই পৌর নির্বাচনে প্রার্থী করে তৃণমূল ৷ জয় পান তিনি ৷ এরপরেই পৌরসভায় তাঁর চেয়ারম্যান হওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ এই পদের অনেক দাবিদার থাকলেও ধারে ও ভারে রবীন্দ্রনাথ ঘোষই এগিয়ে বলে মত রাজনৈতিক মহলের ৷

ABOUT THE AUTHOR

...view details