কোচবিহার, 26 মার্চ : স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কয়েকঘণ্টার মধ্যেই আত্মঘাতী হলেন স্ত্রী। মৃতদের নাম অভিজিৎ গুহ (45) ও ঋদ্ধি গুহ (36)। ঘটনাটি কোচবিহার শহরের ডক্টরস লেন এলাকার। পরিবার সূত্রে জানা গেছে, অভিজিৎ ও ঋদ্ধির এক ছেলে ও এক মেয়ে আছে।
স্বামীর মৃত্যুর কয়েকঘণ্টা পর আত্মঘাতী মহিলা - dead
স্বামীর মৃত্যুর পরই আত্মহত্যা করলেন স্ত্রী। ঘটনাটি কোচবিহার শহরের ডক্টরস লেন এলাকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ। তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে রাত 1 টা নাগাদ মৃত্যু হয় তাঁর। এই খবর জানার পরই ভেঙে পড়েন তাঁর স্ত্রী ঋদ্ধি। এরপর আজ সকালে তিনতলা বাড়ির ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, "অভিজিৎ ও ঋদ্ধির মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক থাকায় এমন দুর্ঘটনা ঋদ্ধি মেনে নিতে না পেরেই আত্মঘাতী হয়েছেন।"