কোচবিহার, 8 মার্চ : পৌরসভা নির্বাচনে কোচবিহারে ভোট করতে না-দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ৷ কাঠগড়ায় তোলা হয়েছিল দিনহাটার বিধায়ক তৃণমূলের উদয়ন গুহকে ৷ প্রশ্ন উঠছে, তার জেরেই কি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে (why TMC Remove Udayan Guha from Cooch Behar Chairman Post) ?
তৃণমূলের একটি সূত্রের খবর, উদয়ন গুহ যেভাবে দিনহাটায় পৌরভোট না-করিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের প্রার্থীদের জয়ী করিয়েছেন । এই বিষয়টি ভালোভাবে নেয়নি তৃণমূলের রাজ্য নেতৃত্ব । পাশাপাশি পৌরসভার নির্বাচনের ভোট প্রচারে গিয়ে ভোট না-দিলে যেভাবে ‘দুয়ারে প্রহার’ চালু করার হুঁশিয়ারি দিয়েছেন, সেটাও ভালোভাবে নেয়নি দল । যার জেরেই রদবদল বলে তৃণমূলের ওই সূত্রের দাবি ৷ যদিও বিষয়টি নিয়ে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Dinhata TMC MLA Udayan Guha) কিছু মন্তব্য করতে চাননি ।
কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের (TMC Inner Conflict in Cooch Behar) । জেলায় একাধিকবার নেতৃত্বে রদবদল করেও কোন্দল থামেনি । এর আগে 2021-এর অগস্টে কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছিল উদয়ন গুহকে ৷ তখন গিরীন্দ্রনাথ বর্মনকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় । তৃণমূলের একাংশের দাবি, দল ভেবেছিল এবারে হয়তো কোন্দল থামবে । কিন্তু এরপরেও জেলাতে গোষ্ঠী কোন্দল থামেনি । গোষ্ঠীকোন্দল চরম আকার নিয়েছে বলে অভিযোগ ।