কোচবিহার, 8 জুলাই : একসময় দু'জনেই ছিলেন এক দলে ৷ তিস্তা-তোর্সা দিয়ে তারপর অনেক জল বয়ে গেছে ৷ একজন এখন তৃণমূলের জেলা সভাপতি ৷ অন্যজন জায়গা করে নিলেন মোদির মন্ত্রিসভায় ৷ আর মোদির মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের দিনই নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন পার্থপ্রতিম রায় ৷
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । আর তার ঠিক আগেই নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায় (Partha Pratim Roy) । গতকাল সোশাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্টে দুটি আলাদা আলাদা নথি সামনে এনে সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন ।
একসময় দিনহাটায় যুব তৃণমূলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন নিশীথ ৷ সেইসময় জেলা তৃণমূলের একাধিক নেতার সঙ্গেই তাঁর বিরোধ বেধেছিল ৷ প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁকে গরু পাচারকারী থেকে স্মাগলার বলেছিলেন । এবারের বিধানসভা নির্বাচন পর্বেও এই ইস্যুতে বার বার তাঁকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছিল তৃণমূল নেতৃত্ব। তা সত্ত্বেও তিনি দিনহাটা বিধানসভা কেন্দ্রে জয়ী হন । জয়ের ব্যবধান অবশ্য একদম কম ছিল ৷ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে না পারার পর বিধায়ক পদ ছেড়ে সাংসদ হিসেবেই রয়ে যান নিশীথ ৷