রাজ্য সরকারের উদ্যোগে কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়িতে তৈরি হচ্ছে ডিম উৎপাদন কেন্দ্র মেখলিগঞ্জ, 14 মার্চ: রাজ্য়ে তৈরি হচ্ছে মাল্টিলেয়ার চিকফার্ম ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ির কাছে রাজ্য সরকার এই ডিম উৎপাদন কারখানা নির্মাণ করছে ৷ এখানে দৈনিক প্রায় 3 লক্ষ ডিম উৎপাদন হবে ৷ এখানে তিন লক্ষ মুরগিও থাকবে ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যে এই চিকফার্ম গড়ার যাবতীয় পরিকাঠামো কাজ সম্পন্ন হয়ে যাবে ৷ দ্রুত এই ফার্ম চালু করতে তৎপর প্রশাসন ৷ ডিমের চাহিদা মেটাতে এই উদ্যোগ (WB Government steps to build Multi Layer Chicken Farm in Mekhliganj Cooch Behar)।
সোমবার কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "জীবিকা উন্নয়ন পর্ষদের তরফে লাইভলিহুড ডেভেলপমেন্ট কর্পোরেশনের (West Bengal Livelihood Development Corporation) মাধ্যমে ভোটবাড়ির কৃষিফার্ম এলাকায় এই চিকফার্ম তৈরির কাজ শুরু হয়েছে ৷ সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে ডিম উৎপাদন করা হবে ৷"
তিনি আরও বলেন, "খুব দ্রুত গতিতে কাজ চলছে ৷ আশা করছি, মার্চের মধ্যে স্টার্টার শেডের কাজ শেষ হয়ে যাবে ৷ এখানে একদিন বয়সি মুরগির বাচ্চারা থাকবে ৷ মে মাসের মধ্যে তৃতীয় লেয়ারের ফার্মের কাজ শুরু হবে ৷ জুন মাসে বাকি লেয়ারের কাজগুলো হয়ে যাবে ৷ আর এবছরের অগস্টে সেখান থেকে ডিম উৎপাদনের কাজটি আরম্ভ হবে ৷" ওই ফার্মে বাচ্চা মুরগি ছাড়া প্রায় 3 লক্ষ মুরগি থাকবে ৷ এই ফার্ম থেকে দৈনিক 2 লক্ষ 40 হাজার ডিম উৎপাদনের সম্ভাবনা আছে বলে জানালেন প্রশাসনিক কর্তা ৷ উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফে এরকম উদ্যোগ এই প্রথম ৷ উৎপাদিত ডিম কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে পাঠানো হবে ৷
জেলাশাসক পবন কাদিয়ান আশ্বস্ত করে বলেন, "ছ'মাসের মধ্যে পুরো কাজটা হয়ে যাবে ৷ এটা রাজ্য সরকারের বড় পদক্ষেপ ৷" প্রশাসনিক আধিকারিকরা নিয়মিত ওই ফার্ম তৈরির কাজের তদারকি করছেন বলে জানালেন জেলাশাসক ৷ কোচবিহারের মেখলিগঞ্জে এই মাল্টিলেয়ার চিকফার্ম তৈরিতে পশ্চিমবঙ্গ সরকার প্রায় 40 কোটি 20 লক্ষ টাকার মতো বিনিয়োগ করেছে ৷
আরও পড়ুন: কর্ণাটকে 300 একরের কারখানা তৈরি করতে চলেছে অ্য়াপল