কোচবিহার, 14 মার্চ : শনিবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূলের পথসভা চলাকালীন বোমাবাজির অভিযোগ উঠল ৷ ঘটনার পর পুলিশকে আক্রমণ করে সোশাল মিডিয়ায় দুটি পোষ্ট দিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । তাঁর অভিযোগ দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের মদতে বিজেপির এই বোমাবাজি ৷ যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত ।
জানা গিয়েছে, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের সাথে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের সম্পর্ক ভাল নয় । এর আগেও বিভিন্ন ইস্যুতে আইসি সঞ্জয় দত্তের সমালোচনা করেছেন শাসকদলের বিধায়ক । এমনকি কয়েকদিন আগেও কার্যত বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলে আক্রমণ করেছিলেন দিনহাটার বিধায়ক । এরপর শুক্রবার রাতে ভেটাগুড়িতে তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজির অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে ।