দিনহাটা, 14 মার্চ : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া । রবিবার বিকেলে দিনহাটার গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে জগদীশবাবুকে ঘিরে ক্ষোভ-বিক্ষোভ দেখাতে থাকেন দলেরই একাংশ । এরপর দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় । দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম 3 । আহতরা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তবে গোষ্ঠী কোন্দলের অভিযোগ মানতে চাননি সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ।
জগদীশবাবুকে প্রার্থী না করার দাবিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের একাংশ । তা সত্ত্বেও জগদীশবাবুকে সিতাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল । এরপর রবিবার বিকেলে গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে ভোট প্রচারে গেলে সেখানে জগদীশবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা । এই বিক্ষোভকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায় । খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । গীতালদহ এক গ্রাম পঞ্চায়েত প্রধান আবু আল আজাদ বলেন, "জগদীশবাবু আমাদের দলের প্রার্থী । আমার এলাকায় প্রচারে এসেছে অথচ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি । তাই তৃণমূল কর্মীরা ক্ষোভ বিক্ষোভ দেখাতে গেলে জগদীশবাবুর লোকজন আমাদের তৃণমূল কর্মীদের মারধর করেছে ।"