পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বহিরাগত, নির্বাচনে ইস্যু করছে বাম - বিজেপি - TMC

তৃণমূল এবার এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনকে । প্রার্থী ঘোষণার পর নিজের কেন্দ্রে প্রার্থী হতে না পারায় প্রথমে অভিমান ছিল বিনয় কৃষ্ণ বর্মনের । পরে তিনি অভিমান ভুলে গিয়ে সোমবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় । ছোট ছোট জনসভা, কর্মীসভা করছেন । বিনয় কৃষ্ণ বর্মনের অভিযোগ, তিনি যেহেতু মাথাভাঙ্গা থেকে এসে এখানে প্রার্থী হয়েছেন তাই এই নির্বাচনে বহিরাগত ইস্যুকে সামনে রেখে তাঁকে আক্রমণ করছে বাম -বিজেপি ।

মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন
মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন

By

Published : Mar 10, 2021, 9:13 PM IST

কোচবিহার, 10 মার্চ : অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের জয়ের পথে প্রধান বাধা তিনি বহিরাগত । কারণ, মন্ত্রীর বাড়ি কোচবিহার জেলার মাথাভাঙায় । আর দল এবার মন্ত্রীকে প্রার্থী করেছে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে । এই বহিরাগত ইস্যুকে সামনে রেখেই ভোট ময়দানে নেমেছে বিরোধীরা ।

বিরোধীদের অভিযোগ উনি বহিরাগত কাজেই এলাকায় জিততে পারবেন না । যদিও বিনয়কৃষ্ণ বর্মন বলেন, "এর আগে এখানকার লোক গিয়ে মাথাভাঙায় প্রার্থী হয়েছিলেন । জেতার পর মন্ত্রীও হয়েছিলেন । কিন্তু বামেরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েও কোনও কাজ করেননি । তাই দিদি আমাকে এখানে পাঠিয়েছে এখানকার উন্নয়ন করার জন্য ।" কোচবিহার জেলার নটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রটি তপশিলিদের জন্য সংরক্ষিত । গত ২০১১ সালে রাজ্য পালাবদল হলেও কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক । পরবর্তীতে ২০১৬ সালেও কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে জয় লাভ করে তারা ।

আরও পড়ুন :কোচবিহারে জোটে জট, নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি কংগ্রেসের

মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন

তৃণমূল এবার এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনকে । প্রার্থী ঘোষণার পর নিজের কেন্দ্রে প্রার্থী হতে না পারায় প্রথমে অভিমান ছিল বিনয় কৃষ্ণ বর্মনের । পরে তিনি অভিমান ভুলে গিয়ে সোমবার থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় । ছোট ছোট জনসভা, কর্মীসভা করছেন । বিনয় কৃষ্ণ বর্মনের অভিযোগ, তিনি যেহেতু মাথাভাঙ্গা থেকে এসে এখানে প্রার্থী হয়েছেন তাই এই নির্বাচনে বহিরাগত ইস্যুকে সামনে রেখে তাঁকে আক্রমণ করছে বাম -বিজেপি ।

আরও পড়ুন : দিনহাটা থানার আইসি-কে সোশাল মিডিয়ায় আক্রমণ উদয়নের

ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সভাপতি দীপক সরকার বলেন, "উনি বহিরাগত । তাই বহিরাগত প্রার্থীকে ভোট মানুষ দেবেন না ।" অন্যদিকে বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি সুকুমার রায় বলেন, "বহিরাগত প্রার্থীর এখানে জায়গা নেই । তাই মানুষ ওদের ভোট দেবে না ।"

ABOUT THE AUTHOR

...view details