কোচবিহার, 18 ফেব্রুয়ারি : দিনহাটা বিধানসভা কেন্দ্রে কি এবার তৃণমূলের প্রার্থী গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন? তিনি নিজেও দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। এমনকি গত কয়েকমাসে তৃণমূলের সঙ্গে বংশীবদন বর্মনের সখ্যতা সবার নজরে এসেছে ৷ যা স্বাভাবিকভাবেই এই জল্পনা উস্কে দিয়েছে। যদিও বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলতে চায়নি তৃণমূল । তবে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, কে কোথায় প্রার্থী হবে সেটা তৃণমূল নেত্রী ঠিক করবেন।
বাম আমলে পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে সামনে রেখে আন্দোলনে নামে বংশীবদন বর্মনের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। 2005 সালে সেই আন্দোলন রক্তাক্ত হয়ে ওঠে। মৃত্যু হয় দুই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সমর্থকের। এমনকি পুলিশ কর্মীরও মৃত্যু হয় । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় বংশীবদন বর্মন সহ বহু গ্রেটার কর্মীকে। পরবর্তীতে রাজ্যে পালাবদলের পর গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নিয়ে নরম মনোভাব নেয় তৃণমূল । জেল থেকে মুক্তি পান বংশীবদন বর্মন সহ গ্রেটারের নেতা-কর্মীরা। পরবর্তীতে রাজবংশী ভাষা একাডেমি সহ বিভিন্ন বোর্ডে বসানো হয় বংশীবদন বর্মনকে । ধীরে ধীরে তৃণমূলের সাথে সখ্যতা বাড়তে থাকে তাঁর । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চেও হাজির থাকতে দেখা যায় এই গ্রেটার সুপ্রিমোকে।