কোচবিহার, 25 ফেব্রুয়ারি : এবার কোচবিহারে ভোট প্রচারে যাচ্ছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । মার্চ মাসের শুরুতেই তিনি কোচবিহারে যাবেন ৷ রাজ্য নেতৃত্বের কাছে জেলা তৃণমূলের তরফে যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে এই দাপুটে তৃণমূল নেতা ছাড়াও আছেন দুই সাংসদ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী ৷ প্রচারকারীদের তালিকায় রয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেতা দীপঙ্কর দে ৷ এছাড়া রাজ্যস্তরের আরও কয়েকজন নেতার নাম ওই তালিকায় রয়েছে । এই মুখগুলিকে এনে কোচবিহারে প্রচারের প্রথম পর্যায়ে ঝড় তুলতে চায় শীর্ষ নেতৃত্ব ।
জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ থেকে জেলার 9টি বিধানসভাতেই বুথভিত্তিক কর্মি সভা শুরু হচ্ছে । বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কোচবিহারের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি নিয়েছে । ইতিমধ্যেই অর্পিতা ঘোষ এবং শান্তনু সেন কোচবিহারে প্রচার করে গিয়েছেন । গত কয়েকদিন ধরেই কোচবিহারের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন সুজাতা মণ্ডল খাঁ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷