পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রত-মিমি-নুসরতকে ভোটপ্রচারে চায় কোচবিহার জেলা তৃণমূল - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

কোচবিহারে প্রচারে যাচ্ছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সেই সঙ্গে তৃণমূলের দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানও কোচবিহারে প্রচারে যাবেন ৷ মার্চ মাসের শুরুতেই এই প্রচার অভিযান চালু হবে ৷

west bengal assembly election 2021 tmc leader Anubrat Mandal in choobehar to campaign for Assembly polls
কোচবিহারে বিধানসভা ভোটের প্রচারে অনুব্রত মণ্ডল

By

Published : Feb 25, 2021, 9:55 PM IST

কোচবিহার, 25 ফেব্রুয়ারি : এবার কোচবিহারে ভোট প্রচারে যাচ্ছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । মার্চ মাসের শুরুতেই তিনি কোচবিহারে যাবেন ৷ রাজ্য নেতৃত্বের কাছে জেলা তৃণমূলের তরফে যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে এই দাপুটে তৃণমূল নেতা ছাড়াও আছেন দুই সাংসদ নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী ৷ প্রচারকারীদের তালিকায় রয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেতা দীপঙ্কর দে ৷ এছাড়া রাজ্যস্তরের আরও কয়েকজন নেতার নাম ওই তালিকায় রয়েছে । এই মুখগুলিকে এনে কোচবিহারে প্রচারের প্রথম পর্যায়ে ঝড় তুলতে চায় শীর্ষ নেতৃত্ব ।

জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী 1 মার্চ থেকে জেলার 9টি বিধানসভাতেই বুথভিত্তিক কর্মি সভা শুরু হচ্ছে । বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কোচবিহারের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি নিয়েছে । ইতিমধ্যেই অর্পিতা ঘোষ এবং শান্তনু সেন কোচবিহারে প্রচার করে গিয়েছেন । গত কয়েকদিন ধরেই কোচবিহারের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন সুজাতা মণ্ডল খাঁ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : টাকলু, পেট মোটা অনেক আছেন, দাঙ্গা লাগাচ্ছে...

মার্চের শুরু থেকে অনুব্রত মণ্ডল এবং দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে চাইছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের একাংশের বক্তব্য, অনুব্রত মণ্ডল গোটা রাজ্যেই জনপ্রিয়। ইতিমধ্যেই গোটা রাজ্যে ‘‘খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে’’, এই স্লোগান তুলে ভোটবাজার গরম করে দিয়েছেন অনুব্রত মণ্ডল । কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, ওঁরা বিভিন্ন এলাকায় রোড শো করবেন।

ABOUT THE AUTHOR

...view details