পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট আসতেই রাজনৈতিক সংঘর্ষ, উত্তপ্ত দিনহাটা - তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ

তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা 1নং ব্লকের ভেটাগুড়ি এলাকা ৷ ঘটনায় দু’তরফের একজন করে কর্মী আহত হয়েছেন ৷ পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে ৷

west-bengal-assembly-election-2021clash-between-tmc-and-bjp-workers-in-dinhata-coochbehar
ভোট আসতে রাজনৈতিক সংঘর্ষ, উত্তপ্ত দিনহাটা

By

Published : Mar 8, 2021, 2:53 PM IST

কোচবিহার, 8 মার্চ : ভোট আর তাকে কেন্দ্র করে অশান্তি ৷ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দু’টি বিষয় যেন একে অপরের পরিপূরক ৷ তার অন্যথা নেই 2021 বিধানসভা ভোটেও ৷ নির্বাচন ঘোষণার পর থেকেই একের পর এক রাজনৈতিক সংঘর্ষ লেগেই রয়েছে রাজ্যে ৷ গতকাল তৃণমূল ও বিজেপির মধ্যে মার-পালটা মারের ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটা 1 নং ব্লকের ভেটাগুড়ির কাশিগঞ্জ ঘাটে ৷ ঘটনায় সন্তু দাস নামে এক তৃণমূল কর্মী জখম অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ জখম হয়েছেন বিজেপির এক কর্মীও ৷

রবিবার রাতে কাশিগঞ্জ ঘাটে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই ঘটনার পরে বিজেপির বিরুদ্ধে পাল্টা তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ দুই তরফে হামলা এবং পাল্টা হামলার ঘটনায় দু’জন জখম হয়েছেন ৷ খবর পেয়ে দিনহাটার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতা বিশ্বনাথ দে অভিযোগ করেছেন, শনিবার রাতে ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ও অঞ্চল সভাপতির বাড়িতে হামলা চালায় বিজেপি। রবিবার রাতেও বিজেপির নেতা অজিত মহন্ত ও স্থানীয় বিজেপির প্রধান রতন বর্মণের নেতৃত্বে আমাদের কর্মী সন্তু বর্মণকে মারধর করা হয় । পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে ৷’’

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা

আরও পড়ুন : তৃণমূল কর্যালয়ে ভাঙচুর, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিক্ষোভ দিনহাটায়

পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাদের দলের কর্মী অজিত মহন্তকে তৃণমূলের কর্মীরা মারধর করেছিল ৷ মারধরের জেরে অজিত মহন্ত আহত হয়েছেন ৷ সেই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সন্তু দাসকে মেরেছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details