পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রচারে কোচবিহারের বিধায়করা

ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই প্রচারে নেমে গেলেন কোচবিহারের দুই বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন এবং জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ৷ পুরনো কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন? প্রশ্নের উত্তর, 294টি কেন্দ্রে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

west bengal assembly election 2021 Before announcing the list of candidates the tmc MLAs of coochbehar campaigned
প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রচারে কোচবিহারের বিধায়করা

By

Published : Feb 28, 2021, 10:14 PM IST

কোচবিহার, 28 ফেব্রুয়ারি : প্রার্থী তালিকা ঘোষণা হয়নি ৷ তার আগেই প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে নিজের বিধানসভা এলাকায় প্রচার শুরু করে দিলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ৷ তবে, শুধু তিনি নন, একইভাবে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ৷ প্রায় প্রতিদিন নিজেদের বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন তাঁরা ৷ তবে, তাঁদের বক্তব্য রাজ্যের 294টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই মুখ্য়মন্ত্রীর নামে প্রচার চালাচ্ছেন তাঁরা ৷

10 এপ্রিল চতুর্থ দফায় কোচবিহার জেলার ন'টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে । তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও, ইতিমধ্যে জোর প্রচার শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম দফায় প্রচার সেরে গিয়েছেন । বাম, তৃণমূল, বিজেপির রাজ্যস্তরের নেতারা ভোট প্রচার করছেন । পাশাপাশি নিজ নিজ বিধানসভা কেন্দ্রে জোর প্রচার চালাচ্ছেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন থেকে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । রবিবার দিনভর হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করছেন রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ।

আরও পড়ুন : কোচবিহারে তৃণমূলের দেওয়াল লিখন শুরু

অন্যদিকে, সিতাই বিধানসভা কেন্দ্রের ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার চালালেন এলাকার তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । তবে, শুধু আজ নয়, বেশকিছুদিন ধরে এভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে, কি নিশ্চিত বর্তমান বিধানসভা কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন তাঁরা ? যদিও বিষয়টি নিয়ে পরিস্কার করে তাঁরা কেউ কিছু বলতে চাননি ৷ সবার মুখে এক উত্তর, 294 আসনের সবেতে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর হয়েই প্রচার চালাচ্ছেন মন্ত্রী বিধায়করা ৷

ABOUT THE AUTHOR

...view details