পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে তৃণমূল বিধায়কের উপর হামলা - তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়

কোচবিহারের তৃণমূল বিধায়কের উপর হামলার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কোচবিহারের তৃণমূল কর্মীরা ৷ কোচবিহারের জেলা পুলিশ সুপারের কাছে দোষীদের শাস্তির দাবি করেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ।

পুলিশ সুপারিনটেনডেন্ট এর অফিসের সামনে
পুলিশ সুপারিনটেনডেন্ট এর অফিসের সামনে

By

Published : Mar 4, 2021, 6:03 PM IST

কোচবিহার, 4 মার্চ : তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের উপর হামলার ঘটনায় সরব হয়েছে কোচবিহারের তৃণমূল কর্মীরা ৷ অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় । অন্যথায় রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ আজ কোচবিহারের জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তিনি একথা জানান ৷

গতকাল রাতে নির্বাচন কমিশনের পুলিশের সামনেই শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের সভায় হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ ব্যবহার করা হয় বোমা-বন্দুক-সহ একাধিক অস্ত্র ৷ এমনকি বিধায়কের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে ৷ এসব দেখেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ৷ উপরন্তু সভায় উপস্থিত নেতাদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয় ৷ পুলিশের এই নিস্ক্রিয় আচরণের তীব্র নিন্দা করেছন পার্থপ্রতিম রায় ৷

দোষীদের শাস্তির দাবি করেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়

তাঁর আরও অভিযোগ, মাথাভাঙ্গা নয়ারহাটের বিভিন্ন এলাকায় বিজেপির ছোট-বড়-মাঝারি নেতাদের কাছে প্রচুর পরিমাণ অস্ত্র রয়েছে । সেইসব অস্ত্র তারা তৃণমূলের বিভিন্ন সভা ভণ্ডুলের জন্য ব্যবহার করে ৷ এইসব অস্ত্র উদ্ধারে পুলিশ যদি তৎপরতা না দেখায়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হঁশিয়ারিও দিয়েছেন তিনি ৷ পাশাপাশি দুই দলের পোস্টার-ব্যানার নিয়েও প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে ৷ তৃণমূলের একাধিক পোস্টার-ব্যানার খুলে ফেলা হলেও বিজেপির অসংখ্য পোস্টার-ব্যানার এখনও রয়ে গিয়েছে এলাকর বিভিন্ন জায়গায় ৷ জেলা শাসকের দফতর সহ বেশ কিছু সরকারি দফতরের দেওয়ালে বিজেপির দেওয়াল লিখন এখনও রয়ে গিয়েছে । পেট্রল পাম্পগুলিতে এখনও বিদ্যমান মোদির মুখ-সহ একাধিক কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন ৷

আরও পড়ুন :উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চাইল তৃণমূল কংগ্রেস

আজ সকালে মুখ্য নির্বাচন আধিকারিক তথা কোচবিহারের জেলা শাসকের সঙ্গে দেখা করেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ৷ হিতেন বর্মনের উপর হামলার প্রতিবাদে স্মারকলিপিও জমা দেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details