পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনী প্রচারে হেভিওয়েট নেতৃত্ব, কোচবিহারে চিহ্নিত 14 হেলিপ্যাড - কোচবিহার

নির্বাচনী প্রচারে কোচবিহারে যেতে পারেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ৷ তাই আগে থেকে হেলিপ্যাড গ্রাউন্ডের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ৷

কোচবিহারে ভোটের প্রচার
কোচবিহারে ভোটের প্রচার

By

Published : Mar 9, 2021, 1:58 PM IST

কোচবিহার, 9 মার্চ : বিধানসভা নির্বাচনের ভোট প্রচারে হেভিওয়েটদের নেতৃত্বের জন্য কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় হেলিপ্যাড তৈরি হবে ৷ এর জন্য 14 টি জায়গা চিহ্নিত করেছে কোচবিহার জেলা প্রশাসন । এইসব জায়গাগুলিতে হেলিপ্যাড তৈরি করে সেখান থেকে সহজে সভাস্থলে যেতে পারবেন ভিভিআইপিরা । এজন্য বিশেষ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে । পাশাপাশি জেলার 277 টি মাঠ চিহ্নিত করা হয়েছে ৷ যেখানে 500-র বেশি লোক নিয়ে জনসভা করা যাবে ।

কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) লক্ষ্মী ভব্যা তন্নারু হেভিওয়েটদের জন্য হেলিপ্যাড ও সভার মাঠ আগেভাগে চিহ্নিত করে রেখেছেন । কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 10 এপ্রিল চতুর্থ দফায় কোচবিহার জেলার ন'টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । ইতিমধ্যে নির্বাচন ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারে এসে জনসভা করে গিয়েছেন । বিধানসভা নির্বাচনের আগে আরও বেশিসংখ্যক হেভিওয়েটদের নিয়ে আসার পরিকল্পনা করেছে রাজনৈতিক দলগুলি । সেক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব জেলায় প্রচার করবেন বলে মনে করা হচ্ছে ৷ তাঁরা যাতে নির্বিঘ্নে হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছাতে পারেন সেজন্য হেলিপ্যাড তৈরির জায়গা বেছে রেখেছে কোচবিহার জেলা প্রশাসন ।

আরও পড়ুন :প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রচারে কোচবিহারের বিধায়করা

মেখলিগঞ্জ ও সিতাই বিধানসভা কেন্দ্রে একটি করে, কোচবিহার দক্ষিণ বিধানসভা ও নাটাবাড়ি কেন্দ্রে দু'টি করে এবং মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে চারটি করে জায়গা চিহ্নিত করা হয়েছে ৷ তবে প্রতি সভার ক্ষেত্রে কোভিড প্রোটোকল মেনে সভা করতে হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details