কোচবিহার, 8 ফেব্রুয়ারি: বীর চিলা রায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আগামী 16 ফেব্রুয়ারি কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee In Cooch Behar)। ওইদিন কোচবিহার-2 ব্লকের বাণেশ্বর সিদ্ধেশ্বর মন্দির সংলগ্ন পুষ্ণাডাঙ্গা মাঠে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার সেই মাঠের পরিস্থিতি খতিয়ে দেখলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ-সহ গ্রেটার কোচবিহার নেতৃত্ব। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এই বিষয়ে অবশ্য কিছু বলতে চাননি।
জানা গিয়েছে, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত রায় মহারাজের উদ্যোগে কোচবিহারের চকচকায় আগে ধুমধাম করে এই জন্মদিবস উদযাপন করা হত। 2016 সাল পর্যন্ত কোচবিহারের চকচকাতেই এই অনুষ্ঠান হত। পরবর্তী সময় রাজ্য সরকারের অনুমতি না মেলায় সেই অনুষ্ঠান অসমে উদযাপিত করা হয়।