কোচবিহার, 27 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে বংশীবদন বর্মণের নেতৃত্বাধীন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । শনিবার দিনহাটায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই ঘোষণা করলেন সংগঠনের সুপ্রিমো বংশীবদন বর্মণ ।
আজ বিকেলে দিনহাটার বুড়িরহাটের লাঙ্গুলিয়া গ্রামে বীর চিলা রায়ের 511 তম জন্মতিথি উৎসব উপলক্ষে এক বিশাল জনসভা আয়োজিত হয়েছিল । সেই মঞ্চ থেকেই বংশীবদন বলেন, আন্দোলনের ফলে আমাদের বিভিন্ন দাবিকে মান্যতা দিতে বাধ্য হয়েছে সরকার । তাই আগামী বিধানসভা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই । বিধানসভায় পৌঁছে আমরা মূল দাবি সেখানেই তুলে ধরতে চাই ।
দিনহাটার সমাবেশে বংশীবদন বর্মণ
বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সঙ্গে সখ্যতা বেড়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মণের । এমনকি রাজ্য সরকারের একাধিক উন্নয়ন পর্ষদে রয়েছেন তিনি । বংশীবদন বর্মণ সম্প্রতি ঘনিষ্ঠ মহলে দিনহাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তৃণমূলের জেলা নেতৃত্বের একাংশ বংশীবদনকে কেন্দ্রে প্রার্থী করার পক্ষে সওয়াল করেন ।
আরও পড়ুন : মানিকচক কেন্দ্র থেকে নিজেকে প্রার্থী ঘোষণা সাবিত্রী মিত্রর
দু-একদিনের মধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবে, তার আগে শনিবার বিকেলে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিশাল সমাবেশের আয়োজন করে শক্তি প্রদর্শন করলেন গ্রেটার নেতা বংশীবদন বর্মণ । এদিন তিনি বলেন, বিগত দিনে আমাদের আন্দোলনের ফলে রাজ্য সরকার বিভিন্ন দাবি-দাওয়া মানতে বাধ্য হয়েছে । আগামী বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রলোভন ভুলে আমরা লড়াই করব এবং নির্বাচনে জিতে আমাদের মূল দাবি বিধানসভায় তুলে ধরব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অমল দাস, আনোয়ার হোসেন প্রমুখ।