পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূলের সভায় হামলা, বিধায়কের গাড়ি ভাঙচুর - বিধানসভা নির্বাচন 2021

শীতলকুচি বিধানসভার নয়ারহাট গেন্দাগুড়ি এলাকায় সভা করেন বিধায়ক হিতেন বর্মণ । অভিযোগ, সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে ঢুকে বোমাবাজি করে । এরপরই তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।

বিধায়কের গাড়ি ভাঙচুর
বিধায়কের গাড়ি ভাঙচুর

By

Published : Mar 3, 2021, 11:09 PM IST

কোচবিহার, 3 মার্চ : তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজি ও শীতলকুচির বিধায়ক হিতেন বর্মণের গাড়ির উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ।

বুধবার রাতে শীতলকুচি বিধানসভার নয়ারহাট গেন্দাগুড়ি এলাকায় সভা করেন বিধায়ক হিতেন বর্মণ । অভিযোগ, সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেখানে ঢুকে বোমাবাজি করে । এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সভা ভন্ডুল হয়ে যায় । ছত্রভঙ্গ সভায় তৃণমুল বিধায়ক হিতেন বর্মণ ও তাঁর অনুগামীরা পালিয়ে পাশে একটি বাড়িতে আশ্রয় নেন । এরপরই তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।

তৃণমূল বিধায়ক হিতেন বর্মণ এবং বিজেপি নেতা শেখর রায়ের বক্তব্য

আরও পড়ুন : দলনেত্রী নয়, ছেলে শুভেন্দুর পাশেই শিশির

তৃণমূল বিধায়ক হিতেন বর্মণ বলেন, এদিন যখন সভা হচ্ছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে । পরে গাড়ি ভাঙচুর করে । যদিও বিজেপির নেতা শেখর রায়ের কথায়, এই অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে ওই ভাঙচুরের ঘটনা ঘটেছে ।

ABOUT THE AUTHOR

...view details