পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB By-Polls : কড়া নিরাপত্তায় ভোট গণনা শুরু দিনহাটা-সহ রাজ্যের 4টি কেন্দ্রে - BJP Ashok Mandal

রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্র তো বটেই, দেশের 14টি রাজ্যের মোট 30টি বিধানসভা কেন্দ্রে আজ ভোটগণনা আরম্ভ হয়েছে ৷ এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দিনহাটা, শান্তিপুর খড়দা, গোসাবা ৷

অশোক মণ্ডল বনাম উদয়ন গুহ
অশোক মণ্ডল বনাম উদয়ন গুহ

By

Published : Nov 2, 2021, 8:16 AM IST

দিনহাটা, 2 নভেম্বর : শুরু হল ভোটগণনা ৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র-সহ দেশের 30টি বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হল ৷ এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, দক্ষিণ 24 পরগনার গোসাবা, উত্তর 24 পরগনার খড়দা ৷

দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্রকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে । কমিশন সূত্রে জানা গিয়েছে, দিনহাটা কলেজে ভোট গণনা কেন্দ্রের জন্য মোট 22টি টেবিল রয়েছে এবং 19 রাউন্ড গণনা হবে । গণনার জন্য প্রতি টেবিলে 3 জন করে গণনা কর্মী-সহ মোট 97 জন কর্মী থাকছেন ।

আরও পড়ুন : West Bengal By-polls: সশস্ত্র বাহিনী নিয়ে ভোটের লাইনে, নিশীথের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) জয়ী হলেও বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর সঙ্গে জোরদার টক্কর । বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের । শনিবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একতরফা ভোট করানোর অভিযোগে অশান্ত হয়ে উঠেছিল এই কেন্দ্র ৷ এই উপনির্বাচনে ভোটের হার ছিল 75.38 শতাংশ ।

28 সেপ্টেম্বর দেশের নির্বাচন কমিশন (Election Commission of India) বর্তমান করোনা অতিমারি পরিস্থিতির কথা বিবেচনা করে 14টি রাজ্যের 30টি বিধানসভা কেন্দ্রের ভোটের দিন 30 অক্টোবর, ভোটগণনা 2 নভেম্বর ঘোষণা করে ৷ সেই অনুযায়ী আজ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ হবে ৷

ABOUT THE AUTHOR

...view details