পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Didir Suraksha Kawach: শীতলকুচিতে ভোট বয়কটের হুঁশিয়ারি ‘দিদির দূত’ উদয়নকে

শীতলকুচিতে 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে গিয়ে ভোট বয়কটের হুমকি শুনতে হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ৷ গ্রামবাসীদের হুঁশিয়ারি রাস্তা ঠিক না হলে পঞ্চায়েত ভোট দেবেন না তাঁরা ৷

Didir Suraksha Kawach ETV BHARAT
Didir Suraksha Kawach

By

Published : Jan 25, 2023, 8:52 PM IST

ভোট বয়কটের হুঁশিয়ারি ‘দিদির দূত’ উদয়নকে

কোচবিহার, 25 জানুয়ারি: গ্রামের রাস্তা সংস্কার না-হলে পঞ্চায়েত ভোট বয়কট করার হুঁশিয়ারি ৷ 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে এমনকি হুমকি পেলেন 'দিদির দূত' উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Vote Boycott Threat to Didir Doot Udayan Guha)৷ শীতলকুচি গ্রামের বড় কৈমারি গ্রামের বাসিন্দারা ৷ বুধবার দুপুরে শীতলকুচি ব্লকের বড় কৈমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে এমনি অভিজ্ঞতা হল উদয়ন গুহ’র ৷ যদিও, সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷

ভোট বয়কটের হুমকি প্রসঙ্গে উদয়ন বলেন, ‘‘ভোট বয়কট করা কোনও সমস্যার সমাধান হতে পারে না ৷ ভোট দেওয়াটা সবার গণতান্ত্রিক অধিকার ৷ অভাব অভিযোগ কী রয়েছে, সেটা জানতেই গ্রামের বাসিন্দাদের কাছে এসেছি ৷ সমস্যা মেটানোর চেষ্টা করা হবে ৷’ উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ এলাকার বাসিন্দারা রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, এলাকায় কোনও সমস্যা আছে কি না, সে সব জানতে 'দিদির সুরক্ষা কবচ' নেওয়া হয়েছে ৷ সেই কর্মসূচিতে ‘দিদির দূত’ হিসেবে জনপ্রতিনিধিরা নিজের নিজের বিধানসভা ও লোকসভা এলাকায় যাচ্ছেন ৷

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারেও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ক্ষোভের মুখেও পড়ছেন শাসকদলের নেতা মন্ত্রীরা ৷ গত 15 জানুয়ারি চিলকিরহাটে 'দিদির দূত' হিসাবে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ সেখানে তাঁকে একাধিক অভিযোগ জানিয়েছিলেন এক গ্রামবাসী ৷ তাঁর অভিযোগ ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জবকার্ড করে দেওয়ার নামে টাকা নিয়েছেন ৷ সেদিন ওই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ এরপর এদিন শীতলকুচি ব্লকের বড় কৈমারী গ্রামে যান তিনি ৷ সেখানেও একই ছবি ৷

আরও পড়ুন:পঞ্চায়েতকে টাকা দিয়েও মেলেনি জব কার্ড, 'দিদির দূত' উদয়নের কাছে অভিযোগ গ্রামবাসীদের

এলাকার বাসিন্দারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন কি না, সে সম্পর্কে খোঁজ নেন উদয়ন গুহ ৷ এরপর স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে অভিযোগ করেন, কৈমারী গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ৷ গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি সর্বত্র অভিযোগ জানালেও কাজ হয়নি ৷ তাই পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তা সংস্কার না-হলে ভোট বয়কট করা হবে বলে হুমকি দিয়েছেন গ্রামবাসীরা ৷ যদিও পড়ে সমস্যা মেটানোর আশ্বাস দিয়ে এলাকা ছাড়েন ‘দিদির দূত’ উদয়ন গুহ ৷

ABOUT THE AUTHOR

...view details