কোচবিহার, 18 নভেম্বর: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সমর্থনে ভিডিয়ো বার্তা কেএলও প্রদেশ সচিব পাভেলের (KLO Province Secretary Pavel) ৷ যে ভিডিয়ো বার্তায় পাভেল দাবি করেছেন, রাজ্য সরকার নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ৷ উল্লেখ্য 2009 সালে আলিপুরদুয়ারে সোনার দোকানে চুরির ঘটনায় আদালতে হাজিরা না-দেওয়ায় গত 11 নভেম্বর নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার জেলা আদালত ৷ সেই প্রসঙ্গ তুলেই চক্রান্তের অভিযোগ তুলেছে কেএলও (Video Message by KLO Support of Nishith Pramanik) ৷
এদিন পাভেলের সেই ভিডিয়ো বার্তায় বলা হয়, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কলকাতা কেন্দ্রিক শাসক রাজনৈতিক চক্রান্ত করছে ৷ কিছুদিন আগে গ্রেটার মহারাজ ও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জল বারলার বিরুদ্ধেও মামলা করেছে ৷ আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ৷’’ কেএলও প্রদেশ সচিবের এই ভিডিয়ো বার্তার জেরে, বিজেপির বিরুদ্ধে ফের সরব হয়েছে তৃণমূল ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ করেছেন, ‘‘এটাই তো স্বাভাবিক ৷ যারা বিচ্ছিন্নতাবাদী কাজ করে ৷ দুষ্কৃৃতী, তাঁরা তো একজোট হবেই ৷’’