কোচবিহার, 18 নভেম্বর : আট বছরের ছেলে ও স্ত্রী-সহ এক কলেজ শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় ৷ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বন্ধ দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ ৷ মৃতদের নাম উৎপল বর্মন (38), অঞ্জলি বর্মন (32) ও অদ্রীশ বর্মন (8) ৷
বহুদিন ধরেই কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন শিক্ষক উৎপল বর্মন ৷ তাঁদের আদি বাড়ি দিনহাটার গোসানিমারিতে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার বাড়ির মালিককে দিনকয়েকের জন্য বাড়ি যাওয়ার কথা জানালেও বাড়ি যাননি উৎপলবাবুরা ৷
অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলেজে অস্থায়ী শিক্ষক হিসেবে যোগদান করলেও স্থায়ী চাকরি খুঁজছিলেন উৎপলবাবু ৷ চাকরি জন্য জমি বিক্রি করে 2016 সালে একজনকে ছ'লাখ টাকা দেন ৷ পরে সেই চাকরি না হওয়ার পাশাপাশি এই বিশাল অঙ্কের টাকা ক্ষতি হয়ে যাওয়ায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লোন নিতে শুরু করেন ৷ এর মধ্যে কলেজের চাকরি স্থায়ী হয়ে গেলেও লোনের পরিমাণ বেড়ে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি ৷
এরপর আজ পুলিশ গিয়ে একটি ঘর থেকে হাত বাঁধা অবস্থায় উৎপলবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার করে ৷ পাশের ঘরে বিছানায় থাকা তাঁর স্ত্রী ও ছেলের কাপড়ে ঢাকা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তবে এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন :Youth Attempts Suicide : দুয়ারে একসঙ্গে চার প্রেমিকা! বিষপান যুবকের